Salman Khan is rumoured to lose his popularity after Sushant Singh Rajput’s mysterious death dgtl
Bollywood
বিদেশে বাতিল শ্যুটিং, সুশান্তকাণ্ডের পর কি ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছেন সলমন?
সলমনের ছবির বাজেটেও নাকি এ বার রাশ পড়তে চলেছে। সাম্প্রতিক ছবি ‘টাইগ্রার থ্রি’-র শ্যুটিং পর্ব নাকি সেই পাল্টা হাওয়ার সাক্ষী।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৩:৪৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যুর রেশ কি বলিউডের উপর সুদূরপ্রসারী? যে তারকারা তাঁর মৃত্যুর পরে নীরব থেকেছেন, তাঁদের থেকে কি সাধারণ দর্শক মুখ ফিরিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন? স্বজনপোষণের কাঠগড়ায় অভিযুক্ত তারকারা কি জনপ্রিয়তা হারাচ্ছেন? সাম্প্রতিক ছবি অন্তত সে রকমই বলছে।
০২১২
সুশান্তের মৃ্ত্যুর পরে সলমনের জনপ্রিয়তার উপর যে ধাক্কা এসেছিল, তার থেকে তিনি নাকি এখনও বার হতে পারেননি। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সেই গুঞ্জন।
০৩১২
সলমনের পারিশ্রমিক এবং তাঁর ছবির বাজেট, দুই-ই আকাশছোঁয়া। কিন্তু তার পরেও প্রযোজকরা পিছপা হন না। কারণ তাঁরা মোটামুটি নিশ্চিত থাকেন, ছবির খরচ উঠে আসবে মুক্তির কয়েক দিনের মধ্যেই। গত কয়েক দশক ধরে বলিউডের চেনা এই ছবি নাকি এখন অন্যরকম।
০৪১২
সলমনের ছবির বাজেটেও নাকি এ বার রাশ পড়তে চলেছে। সাম্প্রতিক ছবি ‘টাইগ্রার থ্রি’-র শ্যুটিং পর্ব নাকি সেই পাল্টা হাওয়ার সাক্ষী।
০৫১২
এই ছবির শ্যুটিংয়ে সম্প্রতি মুম্বইয়ের স্টুডিয়োতে একসঙ্গে দেখা গিয়েছে সলমন-ক্যাটরিনাকে। এই ছবিতে নাকি খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হসমীকে।
০৬১২
ছবির একটি পর্বের শ্যুটিং হওয়ার কথা ছিল ইস্তানবুলে। কিন্তু শোনা যাচ্ছে, সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিবর্তে, শ্যুটিং হবে মুম্বইয়ের স্টুডিয়োতে। সেইমতো সেটও তৈরি হচ্ছে।
০৭১২
বলিউডে সাধারণত দু’টি কারণে বিদেশে শ্যুটিং বাতিল করা হয়। প্রথমত, গন্তব্যে পৌঁছনর সমস্যা থাকলে।
০৮১২
দ্বিতীয়ত, ছবির বাজেট কাটছাঁট করা হলে। তা হলে সলমনের ক্ষেত্রে কোনটা কার্যকর হল? অতিমারির জন্যই কি এই সতর্কতা?
০৯১২
কোনও কারণই এখনও স্পষ্ট নয়। তবে বাতাসে বেসে বেড়াচ্ছে আরও একটি গুঞ্জন। বলিউডে সম্প্রতি এত আয়কর দফতরের তল্লাশি হচ্ছে, যে সকলেই সতর্ক হয়ে পড়েছেন। ইন্ডাস্ট্রির ভাবমূর্তি উজ্জ্বল করতে কম খরচে সেরা কাজটা করতে চাইছেন প্রযোজকরা।
১০১২
কিন্তু সব সম্ভাবনা সত্ত্বেও সমনের ছবি নিয়ে এই আচরণে বিস্মিত বিভিন্ন মহল। তার উপর, ‘টাইগার ৩’ যথেষ্ট সম্ভাবনাময় ছবি। বক্স অফিসে এর সফল হওয়ার সম্ভাবনা কার্যত নিশ্চিত। সেই ছবির সঙ্গে প্রযোজকদের ব্যয়সঙ্কোচের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই।
১১১২
কারণ বলিউড যে বিদেশে শ্যুটিং সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, তা নয়। কিছু দিন আগেই অক্ষয় কুমার তাঁর ‘বেলবটম’ ছবির শ্যুটিং সেরে এসেছেন বিদেশ থেকে। তার পরেও সলমনের ছবির শ্যুটিং-এর বিদেশযাত্রা বন্ধ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন মহলের ভ্রূকুঞ্চন থামছে না।
১২১২
গুঞ্জন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে সলমনের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে, এটা তার সঙ্গেই জড়িত। প্রযোজকরা ভাইজানের উপর পুরপুরি ভরসা করতে পারছেন না, এমনটাই মনে করছেন অনেকে।