Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Bollywood

বিদেশে বাতিল শ্যুটিং, সুশান্তকাণ্ডের পর কি ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছেন সলমন?

সলমনের ছবির বাজেটেও নাকি এ বার রাশ পড়তে চলেছে। সাম্প্রতিক ছবি ‘টাইগ্রার থ্রি’-র শ্যুটিং পর্ব নাকি সেই পাল্টা হাওয়ার সাক্ষী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৩:৪৬
Share: Save:
০১ ১২
সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যুর রেশ কি বলিউডের উপর সুদূরপ্রসারী? যে তারকারা তাঁর মৃত্যুর পরে নীরব থেকেছেন, তাঁদের থেকে কি সাধারণ দর্শক মুখ ফিরিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন? স্বজনপোষণের কাঠগড়ায় অভিযুক্ত তারকারা কি জনপ্রিয়তা হারাচ্ছেন? সাম্প্রতিক  ছবি অন্তত সে রকমই বলছে।

সুশান্ত সিংহ রাজপুতের রহস্যমৃত্যুর রেশ কি বলিউডের উপর সুদূরপ্রসারী? যে তারকারা তাঁর মৃত্যুর পরে নীরব থেকেছেন, তাঁদের থেকে কি সাধারণ দর্শক মুখ ফিরিয়ে থাকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন? স্বজনপোষণের কাঠগড়ায় অভিযুক্ত তারকারা কি জনপ্রিয়তা হারাচ্ছেন? সাম্প্রতিক ছবি অন্তত সে রকমই বলছে।

০২ ১২
সুশান্তের মৃ্ত্যুর পরে সলমনের জনপ্রিয়তার উপর যে ধাক্কা এসেছিল, তার থেকে তিনি নাকি এখনও বার হতে পারেননি। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সেই গুঞ্জন।

সুশান্তের মৃ্ত্যুর পরে সলমনের জনপ্রিয়তার উপর যে ধাক্কা এসেছিল, তার থেকে তিনি নাকি এখনও বার হতে পারেননি। বলিউডের অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে সেই গুঞ্জন।

০৩ ১২
সলমনের পারিশ্রমিক এবং তাঁর ছবির বাজেট, দুই-ই আকাশছোঁয়া। কিন্তু তার পরেও প্রযোজকরা পিছপা হন না। কারণ তাঁরা মোটামুটি নিশ্চিত থাকেন, ছবির খরচ উঠে আসবে মুক্তির কয়েক দিনের মধ্যেই। গত কয়েক দশক ধরে বলিউডের চেনা এই ছবি নাকি এখন অন্যরকম।

সলমনের পারিশ্রমিক এবং তাঁর ছবির বাজেট, দুই-ই আকাশছোঁয়া। কিন্তু তার পরেও প্রযোজকরা পিছপা হন না। কারণ তাঁরা মোটামুটি নিশ্চিত থাকেন, ছবির খরচ উঠে আসবে মুক্তির কয়েক দিনের মধ্যেই। গত কয়েক দশক ধরে বলিউডের চেনা এই ছবি নাকি এখন অন্যরকম।

০৪ ১২
সলমনের ছবির বাজেটেও নাকি এ বার রাশ পড়তে চলেছে। সাম্প্রতিক ছবি ‘টাইগ্রার থ্রি’-র শ্যুটিং পর্ব নাকি সেই পাল্টা হাওয়ার সাক্ষী।

সলমনের ছবির বাজেটেও নাকি এ বার রাশ পড়তে চলেছে। সাম্প্রতিক ছবি ‘টাইগ্রার থ্রি’-র শ্যুটিং পর্ব নাকি সেই পাল্টা হাওয়ার সাক্ষী।

০৫ ১২
এই ছবির শ্যুটিংয়ে সম্প্রতি মুম্বইয়ের স্টুডিয়োতে একসঙ্গে দেখা গিয়েছে সলমন-ক্যাটরিনাকে। এই ছবিতে নাকি খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হসমীকে।

এই ছবির শ্যুটিংয়ে সম্প্রতি মুম্বইয়ের স্টুডিয়োতে একসঙ্গে দেখা গিয়েছে সলমন-ক্যাটরিনাকে। এই ছবিতে নাকি খলনায়কের ভূমিকায় দেখা যাবে ইমরান হসমীকে।

০৬ ১২
ছবির একটি পর্বের শ্যুটিং হওয়ার কথা ছিল ইস্তানবুলে। কিন্তু শোনা যাচ্ছে, সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিবর্তে, শ্যুটিং হবে মুম্বইয়ের স্টুডিয়োতে। সেইমতো সেটও তৈরি হচ্ছে।

ছবির একটি পর্বের শ্যুটিং হওয়ার কথা ছিল ইস্তানবুলে। কিন্তু শোনা যাচ্ছে, সেই পরিকল্পনা বাতিল করা হয়েছে। পরিবর্তে, শ্যুটিং হবে মুম্বইয়ের স্টুডিয়োতে। সেইমতো সেটও তৈরি হচ্ছে।

০৭ ১২
বলিউডে সাধারণত দু’টি কারণে বিদেশে শ্যুটিং বাতিল করা হয়। প্রথমত, গন্তব্যে পৌঁছনর সমস্যা থাকলে।

বলিউডে সাধারণত দু’টি কারণে বিদেশে শ্যুটিং বাতিল করা হয়। প্রথমত, গন্তব্যে পৌঁছনর সমস্যা থাকলে।

০৮ ১২
দ্বিতীয়ত, ছবির বাজেট কাটছাঁট করা হলে। তা হলে সলমনের ক্ষেত্রে কোনটা কার্যকর হল? অতিমারির জন্যই কি এই সতর্কতা?

দ্বিতীয়ত, ছবির বাজেট কাটছাঁট করা হলে। তা হলে সলমনের ক্ষেত্রে কোনটা কার্যকর হল? অতিমারির জন্যই কি এই সতর্কতা?

০৯ ১২
কোনও কারণই এখনও স্পষ্ট নয়। তবে বাতাসে বেসে বেড়াচ্ছে আরও একটি গুঞ্জন। বলিউডে সম্প্রতি এত আয়কর দফতরের তল্লাশি হচ্ছে, যে সকলেই সতর্ক হয়ে পড়েছেন। ইন্ডাস্ট্রির ভাবমূর্তি উজ্জ্বল করতে কম খরচে সেরা কাজটা করতে চাইছেন প্রযোজকরা।

কোনও কারণই এখনও স্পষ্ট নয়। তবে বাতাসে বেসে বেড়াচ্ছে আরও একটি গুঞ্জন। বলিউডে সম্প্রতি এত আয়কর দফতরের তল্লাশি হচ্ছে, যে সকলেই সতর্ক হয়ে পড়েছেন। ইন্ডাস্ট্রির ভাবমূর্তি উজ্জ্বল করতে কম খরচে সেরা কাজটা করতে চাইছেন প্রযোজকরা।

১০ ১২
কিন্তু সব সম্ভাবনা সত্ত্বেও সমনের ছবি নিয়ে এই আচরণে বিস্মিত বিভিন্ন মহল। তার উপর, ‘টাইগার ৩’ যথেষ্ট সম্ভাবনাময় ছবি। বক্স অফিসে এর সফল হওয়ার সম্ভাবনা কার্যত নিশ্চিত। সেই ছবির সঙ্গে প্রযোজকদের ব্যয়সঙ্কোচের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই।

কিন্তু সব সম্ভাবনা সত্ত্বেও সমনের ছবি নিয়ে এই আচরণে বিস্মিত বিভিন্ন মহল। তার উপর, ‘টাইগার ৩’ যথেষ্ট সম্ভাবনাময় ছবি। বক্স অফিসে এর সফল হওয়ার সম্ভাবনা কার্যত নিশ্চিত। সেই ছবির সঙ্গে প্রযোজকদের ব্যয়সঙ্কোচের সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই।

১১ ১২
কারণ বলিউড যে বিদেশে শ্যুটিং সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, তা নয়। কিছু দিন আগেই অক্ষয় কুমার তাঁর ‘বেলবটম’ ছবির শ্যুটিং সেরে এসেছেন বিদেশ থেকে। তার পরেও সলমনের ছবির শ্যুটিং-এর বিদেশযাত্রা বন্ধ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন মহলের ভ্রূকুঞ্চন থামছে না।

কারণ বলিউড যে বিদেশে শ্যুটিং সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, তা নয়। কিছু দিন আগেই অক্ষয় কুমার তাঁর ‘বেলবটম’ ছবির শ্যুটিং সেরে এসেছেন বিদেশ থেকে। তার পরেও সলমনের ছবির শ্যুটিং-এর বিদেশযাত্রা বন্ধ হয়ে যাওয়ার পরেও বিভিন্ন মহলের ভ্রূকুঞ্চন থামছে না।

১২ ১২
গুঞ্জন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে সলমনের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে, এটা তার সঙ্গেই জড়িত। প্রযোজকরা ভাইজানের উপর পুরপুরি ভরসা করতে পারছেন না, এমনটাই মনে করছেন অনেকে।

গুঞ্জন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে সলমনের জনপ্রিয়তায় যে ভাটা পড়েছে, এটা তার সঙ্গেই জড়িত। প্রযোজকরা ভাইজানের উপর পুরপুরি ভরসা করতে পারছেন না, এমনটাই মনে করছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy