Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Salman Khan

জমিয়ে সংসার করছেন প্রাক্তন প্রেমিকারা! শেষমেশ ‘বন্ধু’কেই জড়িয়ে ধরে চুম্বনের চেষ্টা সলমনের

ঐশ্বর্যা রাই বচ্চন থেকে ক্যাটরিনা কইফ। সলমন খানের চর্চিত প্রাক্তন প্রেমিকারা এখন বিবাহিত। এ দিকে সলমনের প্রেমজীবন থমকে সেই তিমিরেই।

Salman Khan almost kisses old journalist friend at IFFI Goa

(বাঁ দিক থেকে) ঐশ্বর্যা রাই বচ্চন, সলমন খান, ক্যাটরিনা কইফ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৩ ১৭:৩২
Share: Save:

ষাটের দোরগোড়ায় পৌঁছেও বলিউডের ‘চিরকুমার’ সলমন খান। প্রেম যে তাঁর জীবনে আসেনি, তা নয়। তবে একাধিক বার প্রেমে পড়েও সেই প্রেমকে বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেননি ভাইজান। ঐশ্বর্যা রাই থেকে ক্যাটরিনা কইফ, বলিউডের তাবড় তারকা অভিনেত্রীরা প্রেমে পড়েছেন সলমনের। শুধু এ দেশের অভিনেত্রীরা নন, সেই তালিকায় আছেন পাকিস্তানি অভিনেত্রী সোমি আলি, রোমানিয়ান মডেল ইউলিয়া ভন্তুরও। এত বার প্রেমে পড়লেও তাতে সাফল্য বিশেষ পাননি সলমন। বরং, এক বার ছাঁদনাতলায় যেতে যেতেও ভেস্তে গিয়েছে তাঁর বিয়ে। এ দিকে, তাঁর প্রাক্তন প্রেমিকারা সংসার করছেন জমিয়ে। সব দেখেশুনে রীতিমতো বেপরোয়া ভাইজান! গোয়ায় গিয়ে পুরনো এক বন্ধুর দেখা পেয়ে তাঁকে জড়িয়ে ধরে প্রায় চুমু খেয়ে ফেললেন তিনি!

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো। ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গোয়া গিয়েছিলেন সলমন। সেখানে গিয়ে ভিড়ের মধ্যে এক পুরনো বন্ধুর দেখা পান তিনি। তাঁকে দেখেই উত্তেজিত ভাইজান। বান্ধবীকে জড়িয়ে ধরলেন তো বটেই। সঙ্গে তাঁর কপালেও চুম্বন এঁকে দিলেন সলমন। সেখানেই শেষ নয়। কিছুটা এগিয়ে গিয়ে ফের পিছিয়ে আসেন তিনি। তখন আবার ওই বান্ধবীর ঠোঁটেও চুম্বন করতে উদ্যত হন ভাইজান। থতমত খেয়ে পিছিয়ে আসেন সলমনের ওই বান্ধবী। তা দেখে অবশ্য হেসেই খুন তারকা।

সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মলহোত্রের দীপাবলির পার্টিতে দেখা গিয়েছিল সলমনকে। একই পার্টিতে স্বামী অভিষেক বচ্চনকে ছাড়াই এসেছিলেন ঐশ্বর্যাও। গুঞ্জন শোনা গিয়েছিল, অতীতের তিক্ততা ভুলে নাকি এক ছাদের তলায় এসেছেন দুই প্রাক্তন। অন্য দিকে, ‘টাইগার ৩’ ছবির প্রচারে ‘বিগ বস্‌ ১৭’-এ এসেছিলেন ক্যাটরিনা। অনুষ্ঠান চলাকালীন সলমন মেজাজ হারালে তাঁর হাত ধরে তাঁকে শান্ত করতে দেখা গিয়েছিল ক্যাটকে।

অন্য বিষয়গুলি:

Bollywood News Salman Khan IFFI Bollywood Actors
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy