Advertisement
১৬ জানুয়ারি ২০২৫
Saif Ali Khan attacked

‘চোর-ডাকাত বাড়িতে ঢুকে পড়ে, নিরাপত্তারক্ষীরা আটকাতে না পারলে কী করে চলবে’, ক্ষুব্ধ করিশ্মা

“বাড়ির বাইরের অবস্থা সাংঘাতিক। এখন রাস্তা জুড়ে পুলিশ ও সংবাদমাধ্যমের কর্মীরা দাঁড়িয়ে। বান্দ্রার এই ঘটনা এখানকার বাসিন্দাদের চোখ খুলে দিল।” উদ্বেগ প্রকাশ করিশ্মার।

Saif Ali Khan’s neighbor Karisham Tanna said that she has been asking to tighten security of the area

সইফের ঘটনা নিয়ে উদ্বেগে প্রতিবেশী করিশ্মা তন্না। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৪:০৩
Share: Save:

আতঙ্কে বলিউড। বুধবার মধ্যরাতে নিজের বাড়িতেই হামলার শিকার সইফ আলি খান। পর পর ছুরিকাঘাতে জখম হন অভিনেতা। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। অস্ত্রোপচারের পরে এখন বিপন্মুক্ত সইফ। ঘটনা নিয়ে ত্রস্ত সইফের প্রতিবেশীরাও। বান্দ্রায় সেই একই এলাকায় থাকেন মুম্বইয়ের আর এক অভিনেত্রী করিশ্মা তন্না। তিনিও এই ঘটনার পরে উদ্বিগ্ন। সংবাদমাধ্যমকে করিশ্মা জানান, গত কয়েক দিন ধরেই এই এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করার আর্জি জানাচ্ছিলেন তিনি। সইফের ঘটনার পরে আতঙ্কে রয়েছেন বলেও জানান ‘সঞ্জু’ ছবির অভিনেত্রী।

একই রাস্তার উপরে সইফ-করিনা ও করিশ্মার বহুতল। তাই প্রতিবেশী হিসাবে বেশ ভয় পেয়ে রয়েছেন তিনি। অভিনেত্রী সংবাদমাধ্যমকে বলেছেন, “বাড়ির বাইরের অবস্থা সাংঘাতিক। এখন রাস্তা জুড়ে পুলিশ ও সংবাদমাধ্যমের কর্মীরা দাঁড়িয়ে। বান্দ্রার এই ঘটনা এখানকার বাসিন্দাদের চোখ খুলে দিল। আমি গত এক বছর ধরে আবাসনের সকলকে বলছিলাম নিরাপত্তা জোরদার করার জন্য।”

করিশ্মা যোগ করেন, “আবাসনের নিরাপত্তারক্ষীদের আরও ভাল ভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত। এই ধরনের ঘটনায় ওঁদের উপর ভরসা করা যায় না। কোনও চোর বা ডাকাত যদি বাড়িতে ঢুকে পড়ে এবং তাকে নিরাপত্তারক্ষীরা আটকাতে না পারেন, তা হলে কী করে চলবে! পরিবারের সাধারণ মানুষ এই সব পরিস্থিতি কী ভাবে সামাল দেবে? খুবই ভয়ের পরিস্থিতি।”

করিশ্মা আশা করছেন, সইফের ঘটনা থেকে এলাকার মানুষ শিক্ষা নেবেন। তাঁর কথায়, “ওঁদের পরিবারের সঙ্গে যা হল মোটেই ঠিক নয়। তবে মানুষের শিক্ষা হল একটা। আশা করছি আমাদের বহুতলেও নিরাপত্তা আরও জোরদার করা হবে।”

অন্য বিষয়গুলি:

Saif Ali Khan Karishma Tanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy