সইফ আলি খানের উপর হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল মুম্বই শহর। হামলার তিন দিন পরেই পুলিশের জালে ধরা পড়েছিলেন মূল অভিযুক্ত। তার পর থেকে অভিনেতার নিরপত্তা নিয়ে উঠেছিল প্রশ্নচিহ্ন। এত বড় তারকার বাড়িতে নেই সিসিটিভির নজরদারি! বাড়ির পিছনের দরজা ছিল খোলা। যার ফলে অনায়াসে পিছনের সিঁড়ি দিয়ে উঠে ঘরে প্রবেশ করে দুষ্কৃতী। চুরিতে বাধা পেয়ে প্রায় ছ’বার ছুরি দিয়ে অভিনেতাকে কোপায় ওই দুষ্কৃতী। এই ঘটনার পর থেকে আঁটসাঁট করা হয় সইফের বাড়ির নিরাপত্তা। এখনও কি আতঙ্কে রয়েছেন অভিনেতা?
আরও পড়ুন:
খুব শীঘ্রই তাঁর ছবি ‘জুয়েল থিফ’ আসতে চলেছে বড় পর্দায়। সেই ছবির প্রচারে এসে অভিনেতা সকলকেই দরজা আটকে শোয়ার পরামর্শ দিয়েছেন। শুধু তা-ই নয়, সইফ বলেন, ‘‘আপনাদের সকলের দরজা বন্ধ করে শোয়া উচিত। খুব সাবধানে থাকা উচিত। নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটসাঁট করে রাখা দরকার।’’ যদিও অতিরিক্ত নিরাপত্তারক্ষী নিয়ে ঘুরতে একেবারেই ভালবাসেন না অভিনেতা। দিন কয়েক আগেই শোনা যায়, কাতারে একটি বাড়ি কিনেছেন অভিনেতা। সে জায়গা যে নিরাপদ, নিজেই জানিয়েছেন অভিনেতা। তার পর থেকে কানাঘুষো শুরু হয় তবে কি দেশে ছেড়ে কাতারে সংসার পাতবেন তিনি! যদিও সইফ কথার প্রসঙ্গে বলেন, ‘‘এখনও চলচ্চিত্রজগতে অনেক কিছু দেওয়ার আছে। আরও কিছু ভাল সিনেমা করতে চাই।’’