মাত্র ২১ বছর বয়সে বিয়ে করেন সইফ আলি খান। স্ত্রী অমৃতা সিংহের বয়স তখন ২৭। তাঁদের দাম্পত্য স্থায়ী হয়েছিল ১৩ বছর। তার পরে তৈরি হয় তিক্ততা, আসে বিবাহবিচ্ছেদ। সে সময়ে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছিলেন, সন্তানদের খরচের জন্য অর্থ পাঠান তিনি। নিজের রোজগারের সবটাই নাকি তাঁকে সন্তানদের দিয়ে দিতে হয়। এমনকি নিজের বাড়ি থেকে পর্যন্ত নাকি তাঁকে বার করে দেওয়া হয়েছিল। এক কথায় বেশ তিক্ততা নিয়ে শেষ হয় তাঁদের সম্পর্ক। এর মাঝেই সমাজমাধ্যমে ভাইরাল অমৃতার গালে সইফের আদুরে চুম্বন।
আরও পড়ুন:
দু’জনের বয়স পার্থক্য ছিলই। অন্য দিকে ছিল কেরিয়ার, আয়ের পার্থক্য। তবুও সব বাধা পেরিয়ে ইন্ডাস্ট্রির উঠতি অভিনেতা সইফ আলি খানের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন সেই সময়ের ‘সুপারস্টার’ অমৃতা। কিন্তু খুব বেশি দিন প্রেম থাকেনি অমৃতা-সইফের জীবনে। যদিও বিয়ের পর ক’টা বছর চোখে হারাতেন একে অপরকে। সেই সময় সিমি গ্রেওয়ালের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সইফ-অমৃতা। সেখানেই সইফের জন্য অমৃতা ‘তুম আ গায়ে হো’ গানটি গেয়েছিলেন। অভিনেতা অমৃতার গানের প্রশংসা করেছিলেন এবং এমনকি তাকে একটি মিষ্টি চুম্বনও দিয়েছিলেন।
সম্প্রতি সেই ভিডিয়োর অংশ ভাইরাল হয়ে ছড়াচ্ছে সমাজমাধ্যমে। যদিও এখন আর তেমন দেখাসাক্ষাৎ হয় না প্রাক্তন দম্পতির। করিনার বিয়ের দিন অবশ্য অমৃতাকে কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি লিখেছিলেন সইফ। দুই ছেলেমেয়ে সারা ও ইব্রাহিম বাবার খোঁজখবর নেন, তাঁদের যোগাযোগ রয়েছে।