Advertisement
১৩ নভেম্বর ২০২৪

সিঙ্গাপুরে ঋতুপর্ণার আলাপ

আলাপে মজেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানেন কি কেমন সেই আলাপ? না! কোনও নতুন সিনেমা নয়। সিঙ্গাপুরে আলাপ নামের একটি সংস্থা তৈরি করেছেন নায়িকা। এ বছর থেকেই যার পথ চলা শুরু। এই সংস্থা প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সিঙ্গাপুরে দুই বাংলার মিলন ঘটাবে।

স্বরলিপি ভট্টাচার্য
শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৫ ১৯:৫৬
Share: Save:

আলাপে মজেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। জানেন কি কেমন সেই আলাপ? না! কোনও নতুন সিনেমা নয়। সিঙ্গাপুরে আলাপ নামের একটি সংস্থা তৈরি করেছেন নায়িকা। এ বছর থেকেই যার পথ চলা শুরু। এই সংস্থা প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সিঙ্গাপুরে দুই বাংলার মিলন ঘটাবে। আগামী ৩০ অক্টোবর সিঙ্গাপুর ‘স্কুল অফ আর্ট’-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নায়িকার কথায়, ‘‘সিঙ্গাপুর আমার সেকেন্ড হোম। অনেক দিন ধরেই এখানে কিছু করার ইচ্ছে ছিল। এ বছর থেকে আলাপ শুরু করলাম আমরা। এ বারের থিম রবীন্দ্রনাথ।’’

একদিনের এই অনুষ্ঠানে গান গাইবেন শ্রাবণী সেন, লিলি ইসলাম, রূপঙ্কর। থাকবে ঋতুপর্ণা সেনগুপ্তের নাচ। উপস্থিত থাকবেন দেবশঙ্কর হালদার, কৌশিক সেনরা। পরের বছর থেকে পেন্টিং এক্সিবিশন, ফ্যাশন শো করারও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ঋতুপর্ণা। বাঙালি ভাবনাকে আন্তর্জাতিক করার জন্যই তাঁর এই উদ্যোগ বলে দাবি করেছেন নায়িকা।

দেখুন গ্যালারি, এক্সক্লুসিভ ঋতুপর্ণা @ সিঙ্গাপুর

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE