(বাঁ দিক থেকে) ঋষি কৌশিক, ভরত কল, দেবচন্দ্রিমা সিংহ রায়, অদ্রিজা রায়। ছবি: সংগৃহীত।
কলকাতার টেলিপাড়া ছেড়ে এখন স্থায়ী বাসা মুম্বই। তবে মুম্বইয়ে এখনও পাকাপাকি বাড়ি খুঁজে পাননি। তাই একটি হোটেল থেকেই কর্মক্ষেত্রে রোজের যাতায়াত ঋষি কৌশিকের। ‘ঝনক’-এর পরে তিনি এখন হিন্দি ধারাবাহিক ‘দুর্গা— অটুট প্রেম কহানি’ নিয়ে ব্যস্ত। ধারাবাহিকের সেটে দীপাবলি পর্বের শুটিং হয়েছে ঠিকই, কিন্তু মুম্বইয়ে একাই উৎসব কাটাচ্ছেন অভিনেতা।
দীপাবলির সময়ে এই প্রথম মুম্বইতে ঋষি। তিনি বলেন, “তেমন কিছুই করছি না। আসলে এখনও হোটেলেই থাকছি। তবে চারদিক আলোয় মোড়া। সকলে আলোর উৎসবে মেতে রয়েছে। শুটিং ফ্লোরে সকলে পরস্পরকে শুভেচ্ছা জানিয়েছি। দীপাবলির পর্বের শুটিং হয়েছে। সেই সুবাদেই একটু বাজি পুড়িয়েছি। তার বাইরে একাই রয়েছি। হোটেলে নিজের মতো করে মোমবাতি জ্বালিয়েছি।”
প্রতি বছর কালীমন্দিরে গিয়ে অঞ্জলি দেন ঋষি। রাতও জাগেন। তবে এ বার আর তা হয়ে ওঠেনি। শিবাজি পার্কের একটি মন্দিরে গিয়ে কালী দর্শন করে এসেছেন। অভিনেতার কথায়, “প্রতি বছর কলকাতায় রাতে মায়ের দর্শন করি। এ বার সকালে করলাম। তা ছাড়া কাজ আর হোটেলের মাঝেই যাতায়াত। এই ভাবেই কেটে যাচ্ছে।”
হিন্দি ধারাবাহিক ‘ঝনক’-এ অভিনয় করছেন ভরত কলও। তবে বর্তমানে তিনি কলকাতায় রয়েছেন। মুম্বই ও কলকাতার মধ্যে যাতায়াত লেগেই থাকে তাঁর। যদিও দীর্ঘ দিন মুম্বইয়ে থাকার অভিজ্ঞতা তাঁর। অভিনেতার কথায়, “মুম্বইয়ের দীপাবলি বহু বার দেখেছি। খুবই কাজ-কেন্দ্রিক শহর। এখানে আলাদা করে কোনও ছুটির দিন হয় না। তবে, উৎসবে কিছুটা ভিন্ন আবহ তো থাকেই। তুলনায়, কলকাতার মানুষ অনেক বেশি আন্তরিক। কলকাতায় বড় হয়ে ওঠা মানুষ অনেক সংবেদনশীল। মুম্বইয়ের জীবনযাপন মানুষকে খুব কঠোর করে দেয়। শহরটা খুব সুন্দর করে সেজে ওঠে ঠিকই। তবে একই আবাসন, কিন্তু পরস্পরের মধ্যে কোনও যোগ নেই।”
কলকাতায় নিজের বাড়িতেই এ বার দীপাবলিতে পুজো সেরেছেন ভরত কল। গত বছর অসুস্থতার কারণে পুজোয় বসতে পারেননি। অভিনেতার কথায়, “গত বছর কন্যা ও স্ত্রী পুজো করেছিল। এ বার নিজে পুজোয় বসেছি। আমার বাবা কাশ্মীরি ব্যবসায়ী। দীপাবলির সময়ে লক্ষ্মী-গণেশের পুজো করি আমরা। এই পুজো এবং শিবরাত্রি কাশ্মীরের ব্রাহ্মণদের জন্য খুব গুরুত্বপূর্ণ।”
বাংলার টেলিপাড়া থেকে মুম্বই গিয়ে পাকাপাকি জায়গা তৈরি করে নিয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায় ও অদ্রিজা রায়ও। কিছু দিন আগেই শেষ হয়েছে দেবচন্দ্রিমার ধারাবাহিক ‘সুহাগন চুড়েল’। অন্য দিকে অদ্রিজা অভিনয় করছেন ‘কুণ্ডলী ভাগ্য’ ধারাবাহিকে। তবে দীপাবলিতে তাঁরা মুম্বইয়ে নেই। ছুটি পেতেই বাংলার দুই অভিনেত্রী বেড়াতে গিয়েছেন কোয়েম্বত্তুরে। সেখানে গিয়ে আদিযোগী শিবের মূর্তির একাধিক ছবি সমাজমাধ্যমে শেয়ার করছেন দেবচন্দ্রিমা ও অদ্রিজা। কলকাতার বাইরে গিয়ে তাঁদের বন্ধুত্ব যে আরও দৃঢ় হয়েছে, তা বলাই যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy