এ বছর দোল আর হোলি একদিনে। তাই রঙের উৎসব নাকি আরও জোরদার। যাঁরা উদ্যাপন করতে ভালবাসেন তাঁরা এমনই মনে করছেন। উদ্যাপন মানে শুধুই যে অনাবিল আনন্দ, তা নয়। রং খেলতে গিয়ে অবাঞ্ছিত ঘটনাও ঘটে। যেমন, অনেক পুরুষ রং দেওয়ার অছিলায় নারীশরীর ছুঁতে চেষ্টা করেন, যা একেবারেই কাম্য নয়। রিয়া চক্রবর্তী কি তাই আগেভাগেই সাবধানি? বসন্ত উৎসবের আগে অভিনেত্রীকে একটি সাদা রঙের টি শার্ট পরতে দেখা গিয়েছে। পোশাকে লাল রং দিয়ে লেখা, “বুরা না মানো হোলি হ্যায়, সম্মতি লেনা ভি জ়রুরি হ্যায়।” অর্থাৎ, রং মাখানোর আগে অনুমতি নেওয়া জরুরি।
রিয়া কি শুধুই নারীদের নিরাপত্তার খাতিরে এত বড় বার্তা দিচ্ছেন? না কি তিনি সকলের জন্যই নিরাপদ দোল উৎসব কামনা করছেন?
সে উত্তর আলাদা করে দেওয়ার প্রয়োজন অনুভব করেননি রিয়া। তবে এটা স্পষ্ট যে তিনি একা নন, বাকি মেয়েরাও যাতে নিরাপদে দোল খেলতে পারেন, এই বার্তা যেন তারই। তিনি প্রকারান্তরে বুঝি পুরুষদের সে বিষয়েই সতর্ক করলেন। ইতিমধ্যেই রিয়ার এই পদক্ষেপ প্রশংসিত। বরাবর সাহসী তিনি, স্পষ্টবক্তাও। অভিনেত্রী যা ভাবেন সোজাসুজি বলেন। তাঁর পোশাকে লেখা বার্তা সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। পুরুষদের লালসা থেকে রঙের উৎসবও যে ছাড় পায় না, সে কথা পোশাকের মাধ্যমে আরও এক বার স্পষ্ট করে দিলেন তিনি।
আরও পড়ুন:
রিয়াকে শেষ দেখা গিয়েছে ‘রোডিজ়’ রিয়্যালিটি শো-তে। তিনি এই বিশেষ অনুষ্ঠানের ‘গ্যাং লিডার’ ছিলেন। দোলের দু’দিন আগে রিয়ার এই ভূমিকা দেখে বলিউডে চর্চা— অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তাঁর সম্পর্ক, অভিনেতার অকালমৃত্যু, মাদককাণ্ডের মতো নানা ঘটনার সঙ্গে জড়িয়ে পড়া, হাজতবাস বোধহয় অভিনেত্রীকে আরও সচেতন, আরও সতর্ক করেছে। সম্ভবত তাই এই ধরনের বার্তা তিনি দিয়েছেন।