এর আগে আমির খানের ‘পিকে’ ছবিতে ক্যামিয়ো চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কপূরকে। এ বার দুই তারকার অনুরাগীদের জন্য সুখবর। একসঙ্গে জুটি বাঁধছেন দুই সুপারস্টার। অন্তত মঙ্গলবার সে রকমই ইঙ্গিত দিয়েছেন রণবীর-ঘরনি আলিয়া ভট্ট। তার পরেই সমাজমাধ্যমে শুরু হয়েছে চর্চা।
আরও পড়ুন:
মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন আলিয়া। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর হাতে একটি পোস্টার। ভিডিয়োয় অভিনেত্রী বলেন, ‘‘আমি এটা দীর্ঘ দিন ধরে আপনাদের দেখানোর অপেক্ষায় ছিলাম। আমার দুই প্রিয় অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে, তা-ও একে অপরের বিরুদ্ধে।’’ তার পরেই তিনি পোস্টারে আমির এবং রণবীরের ছবি দেখান। সেখানে দুই অভিনেতার নামের আদ্যক্ষর ব্যবহার করে লেখা, ‘একে ভার্সেস আরকে’। সঙ্গে লেখা, ‘‘বছরের সবচেয়ে বড় শত্রুতা।’’ এই ভিডিয়ো থেকেই মালুম হচ্ছে ছবিটি পরিচালনা করবেন ‘দঙ্গল’ খ্যাত পরিচালক নিতেশ তিওয়ারি।

(বাঁ দিকে) পোস্টার হাতে আলিয়া ভট্ট। নতুন কাজের পোস্টারে আমির ও রণবীর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
এখন অনুরাগীদের কৌতূহল, তা হলে কি আমির এবং রণবীর একসঙ্গে কোনও ছবিতে জুটি বাঁধছেন? যদিও আলিয়া নতুন কাজটি নিয়ে এখনই বিশদে কিছু বলতে নারাজ। তবে সূত্রের দাবি, সম্ভবত কোনও নতুন বিজ্ঞাপনী ছবিতে একসঙ্গে কাজ করতে পারেন আমির এবং রণবীর। দুই অভিনেতাই সমাজমাধ্যমে নেই। আলিয়ার মাধ্যমেই এই কাজটিকে অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা। এখন আমির এবং রণবীর শেষ পর্যন্ত দর্শকের সামনে কী ভাবে হাজির হন, তা জানার অপেক্ষায় অনুরাগীরা।
এই মুহূর্তে আমির তাঁর প্রযোজিত এবং অভিনীত ‘সিতারে জমিন পর’ ছবিটির মুক্তি নিয়ে ব্যস্ত। অন্য দিকে, সঞ্জয় লীলা ভন্সালী পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিটির প্রস্তুতি শুরু করেছেন রণবীর।