Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Rhea Chakraborty

সুশান্ত মৃত্যু রহস্য: শৌভিকের চ্যাটে ফাঁস মাদক সংক্রান্ত বিস্ফোরক তথ্য

ধৃত জাহিদের দাবি, তার সঙ্গে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর যোগাযোগ রয়েছে। অর্থাৎ, মাদক সংক্রান্ত বিষয়ে রিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর একাধিকবার যোগাযোগ হয়।

গ্রাফিক: তিয়াসা দাস।

গ্রাফিক: তিয়াসা দাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২০ ১৮:১৩
Share: Save:

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু মামলার তদন্তে নেমে নতুন তথ্য আসছে সিবিআইয়ের হাতে। এই তথ্যে মাদক সংক্রান্ত মামলা জটিল হতে পারে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সুশান্ত-মৃত্যু তদন্তে এই প্রথম দুজনকে হেফাজতেও নিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি),যার মধ্যে একজনকে গ্রেফতারও করা হয়েছে।

তদন্তের সময় রিয়ার যে ড্রাগ সংক্রান্ত চ্যাটের অস্তিত্ব পেয়েছিল ইডি, সেই সূত্র ধরেই বান্দ্রা থেকে প্রথম গ্রেফতার করা হয় আব্দুল বসিত পরিহারকে। সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ রাখত বসিত। এ এন আই-এর রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক তদন্তে এনসিবি জানতে পেরেছে মিরান্ডার সঙ্গে ড্রাগ সম্পর্কিত বিষয়ে যোগাযোগ রাখত রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী। এনসিবি-র গোয়েন্দারা মঙ্গলবার বসিতকে জেরা করে আরও একজন নতুন ড্রাগ পাচারকারী জাহিদ ভিলাত্রার খোঁজ পায়। জাহিদকেও গ্রেফতার করা হয়েছে। গোয়া থেকেও ফৈয়াজ আহমেদ নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত জাহিদের দাবি, তার সঙ্গে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তীর যোগাযোগ রয়েছে। অর্থাৎ, মাদক সংক্রান্ত বিষয়ে রিয়ার ভাইয়ের সঙ্গে তাঁর একাধিকবার যোগাযোগ হয়।

সিবিআইয়ের হাতে এসেছে নতুন হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে এক মাদক পাচারকারীর সঙ্গে রিয়ার ভাই, শৌভিক চক্রবর্তীর কথোপকথন ধরা পড়েছে।

'ডুবিস', 'বুম'-সহ একাধিক 'কোড ল্যাঙ্গুয়েজের' মাধ্যমে শৌভিকের সঙ্গে তার মাদকের লেনদেন চলত বলে দাবি করেছে জাহিদ। গোয়েন্দাদের অনুমান, ধৃতদের সঙ্গে বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটির যোগ থাকতে পারে।

আরও পড়ুন: যৌন নির্যাতনের পর সোশাল মিডিয়ায় ছড়ানো হল ভিডিয়ো, উত্তরপ্রদেশে আত্মঘাতী কিশোরী

শৌভিকের চ্যাট ও জাহিদের দাবি সত্য বলে জানা গিয়েছে। শৌভিক এক ড্রাগ পাচারকারীর থেকে বুম (একধরনের ড্রাগ) চেয়েছে, তাও ড্যাডের জন্য। যদিও এই ড্যাড তাঁর বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী নাকি 'ড্যাড' বলতে অন্য কাউকে বুঝিয়েছেন শৌভিক, তা এখনও স্পষ্ট নয়। সেই চ্যাটে লেখা ছিল, ‘ভাই ড্যাড বুম চাইছে..বুঝতে পারেনি ওঁর মাল শেষ হয়ে গিয়েছে।’ জবাবে সেই ড্রাগ পাচারকারী বলেন, তাঁর স্টক শেষ, আগামিকাল শৌভিককে তিনি মাল দিয়ে দেবেন। মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ না করলেও সিবিআই জেরা করে শৌভিক চক্রবর্তীকে। এই মামলার অভিযুক্তদের মধ্যে সবচেয়ে বেশিবার জেরা করা হয়েছে শৌভিককে। শীঘ্রই এনসিবি-র তরফে সমন পাঠানো হতে পারে শৌভিককে।

আরও পড়ুন: বিজেপি অফিসে ৫৩ বার ফোন, মরিশাসে যৌন হেনস্থা, সুশান্তের বন্ধু সন্দীপের গতিবিধি নিয়ে রহস্য ঘনীভূত

প্রসঙ্গত, রিয়ার সঙ্গে মাদক নিয়ে প্রশ্ন উত্তরের জেরায় এ বার জাতীয় স্তরের এক বিলিয়ার্ড এবং স্নুকার খেলোয়াড়কেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাজস্থানের উদয়পুরের এক বিয়ে বাড়িতে গিয়ে ঋষভ ঠক্করের সঙ্গে রিয়ার পরিচয় হয়। তারপর থেকে দু'জনের মাদক নিয়ে কথা হয়। সেই সূত্র ধরেই এবার ঋষভকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করে ইডি।

অন্য বিষয়গুলি:

Sushant Singh Rajput Rhea Chakraborty Showik Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy