Advertisement
২১ ডিসেম্বর ২০২৪

৩০ দিন তুমি নেই, কিন্তু আমাদের ভালবাসা আজীবনের: রিয়া

রিয়া লিখছেন, “এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বুক জুড়ে শুধুই শূন্যতা। তুমিই তো আমায় ভালবাসতে শিখিয়েছিলে সুশান্ত। শিখিয়েছিলে ভালবাসার মানে”।

ফেলে আসা দিন: সুশান্ত-রিয়া।

ফেলে আসা দিন: সুশান্ত-রিয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ১২:৩৮
Share: Save:

সুশান্ত নেই দেখতে দেখতে এক মাস হয়ে গেল। স্মৃতি ফিকে হচ্ছে ক্রমশ। মাঝের এই ৩০টা দিন সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে গিয়েছিলেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তাঁকে নিয়ে ট্রোল, কদর্য মিমে উত্তাল সোশ্যাল মিডিয়া। আজ এক মাস পর মুখে খুলেছেন রিয়া। ইনস্টাগ্রাম পোস্টে সুশান্তকে নিয়ে উজাড় করে দিয়েছেন তাঁর ভালবাসা। সুশান্তের সঙ্গে এমন সব ছবি প্রকাশ্যে এনেছেন যা ছিল একান্তই তাঁদের…

রিয়া লিখছেন, “এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। বুক জুড়ে শুধুই শূন্যতা। তুমিই তো আমায় ভালবাসতে শিখিয়েছিলে সুশান্ত। শিখিয়েছিলে ভালবাসার মানে”।

বিজ্ঞানের প্রতি অসম্ভব ভালবাসা ছিল ছেলেটির। রাতের পর রাত টেলেস্কোপে চোখ লাগিয়ে তারা দেখত সে। অবসরে সমাধান করত পদার্থবিজ্ঞানের জটিল ধাঁধা। রিয়া জানতেন মহাকাশের প্রতি সুশান্তের নিঃস্বার্থ টানের কথা। রিয়া লিখছেন, “চাঁদ, তারা, আর ওই সুবিশাল মহাকাশ…তোমাকে দু’হাত বাড়িয়ে স্বাগত জানিয়েছে নিশ্চয়। এখন নিশ্চয় অনেক শান্তিতে আছ তুমি…আজ মনে পড়ে জান, খসে পড়া তারা, যার নিজের কোনও আলো নেই…তাকেও কী ভাবে শুধুমাত্র নিজের আনন্দ দিয়ে আলোকিত করার ক্ষমতা রাখতে তুমি। আজ তুমি সেই খসে পড়া তারা। আমার তারা। যে তারার জন্য আমি অপেক্ষা করতেও রাজি…আজীবন…”

রিয়ার পোস্ট

Still struggling to face my emotions.. an irreparable numbness in my heart . You are the one who made me believe in love, the power of it . You taught me how a simple mathematical equation can decipher the meaning of life and I promise you that I learnt from you every day. I will never come to terms with you not being here anymore. I know you’re in a much more peaceful place now. The moon, the stars, the galaxies would’ve welcomed “the greatest physicist “with open arms . Full of empathy and joy, you could lighten up a shooting star - now, you are one . I will wait for you my shooting star and make a wish to bring you back to me. You were everything a beautiful person could be, the greatest wonder that the world has seen . My words are incapable of expressing the love we have and I guess you truly meant it when you said it is beyond both of us. You loved everything with an open heart, and now you’ve shown me that our love is indeed exponential. Be in peace Sushi. 30 days of losing you but a lifetime of loving you.... Eternally connected To infinity and beyond

A post shared by Rhea Chakraborty (@rhea_chakraborty) on

রিয়া কি কাঁদছেন? তাঁর বিরুদ্ধে গত এক মাস ধরে চলে আসা যাবতীয় মিম, কুৎসায় তিনিও কি আজ ক্লান্ত? ভালবাসা প্রমাণের তাগিদ নেই…বছর ২৭-এর বাঙালি মেয়েটার কলমে আজ শুধুই স্মৃতিচারণা। “তুমিই দেখিয়ে দিলে আমাদের ভালবাসা নিঃসন্দেহে আলাদা… একেবারে আলাদা… “।

থামেননি রিয়া!লিখেই চলেছেন…

আদরের সুসিকে আজ আরও বেশি জাপটে ধরতে ইচ্ছে করছে তাঁর। “শান্তিতে থেকো সুসি।৩০ দিন হল তুমি নেই। কিন্তু সারাজীবন এই ভালবাসা থেকে যাবে।আমরা যে জন্ম জন্মান্তরে জুড়ে গিয়েছি। যে ভালবাসার কোনও শেষ নেই!ইনফিনিটি অ্যান্ড বিওন্ড…”

গত ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। অঙ্কিতা লোখণ্ডের পর রিয়ার সঙ্গেই সম্পর্কে ছিলেন সুশান্ত। গোটা লকডাউন সুশান্তের সঙ্গে থাকলেও সুশান্ত মারা যাওয়ার দিন কয়েক আগে আচমকাই ৮জুন সুশান্তের ফ্ল্যাট ছাড়েন রিয়া, কারণ হিসেবে পরে পুলিশকে জানিয়েছিলেন রিয়া, সুশান্তের সঙ্গে মন কষাকষি হয়েছিল তাঁর। রিয়া আরও জানিয়েছিলেন, এ বছরের শেষেই নাকি সুশান্ত এবং তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।

রিয়ার মন জুড়ে আজ শুধুই শুন্যতা!চাইলেও আর ফিরে পাবেন না আদরের ‘সুসি’কে…।

অন্য বিষয়গুলি:

Rhea Chakraborty Sushant Singh Rajput bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy