বিতর্কের কারণে চর্চায় সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’। এই অনুষ্ঠানে রণবীর ইলাহাবাদিয়ার ‘বাবা-মায়ের সঙ্গম’ মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া। তবে নিন্দকদের দাবি, গোড়াতেই রয়েছে গলদ। এই অনুষ্ঠানে নাকি প্রায়ই মশকরা করতে অপশব্দের ব্যবহার করা হয়। ঘটনার পরে রণবীর ও সময়, দু’জনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করা হয়েছে। দু’জনের দিকেই ধেয়ে এসেছে কটাক্ষ। প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন রণবীর। অন্য দিকে, সময় তাঁর ইউটিউব থেকে মুছে দিয়েছেন ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’-এর সমস্ত ভিডিয়ো। এই পরিস্থিতিতে সময় রায়নার হয়ে সরব হলেন র্যাপার বাদশাহ।
শনিবার গুজরাতের বডোদরায় পারুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলেন বাদশাহ। র্যাপারের গানে মেতে উঠেছিলেন উন্মত্ত পড়ুয়ারা। মঞ্চে গান গাইতে গাইতে হঠাৎ তিনি সময়ের হয়ে সুর তোলেন। বাদশাহ বলে ওঠেন, “সময় রায়নাকে মুক্তি দাও।” র্যাপারের কথায় সমবেত কণ্ঠে সম্মতি জানান উপস্থিত শ্রোতা দর্শক। তবে এর বেশি কিছু বিশদে জানাননি বাদশাহ। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়েছে ভিডিয়োটি। যদিও সময়কে নিয়ে সরব হলেও, রণবীর ইলাহাবাদিয়াকে নিয়ে কোনও মন্তব্যই করেননি র্যাপার।
আরও পড়ুন:
‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে সেই অনুষ্ঠানে রণবীর এক প্রতিযোগীকে বলে বসেন, “বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, না কি নিজেও এক বার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ী ভাবে বন্ধ করতে উদ্যত হবে?” এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত। মন্তব্যের জন্য সমাজমাধ্যমে ক্ষমা চেয়েছেন তিনি। স্বপক্ষে কোনও যুক্তি না দিয়েই তিনি স্পষ্ট জানান, তিনি ‘কমেডি’ সম্পর্কে কিছু বোঝেন না। তাই এমন মন্তব্য করে ফেলেছেন। যদিও তার পরেও একের পর এক হুমকি পাচ্ছেন তিনি।