Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Ranu Mondol

ভক্ত চেয়েছিলেন সেলফি তুলতে, রেগে গেলেন রানু, কারণ...

গোটা ঘটনার ভিডিয়ো সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।কে বা কারা ওই ঘটনা রেকর্ড করছেন, তা জানা যায়নি।

রানু মন্ডল। ছবি-সোশ্যাল মিডিয়া।

রানু মন্ডল। ছবি-সোশ্যাল মিডিয়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৮:৪০
Share: Save:

শাড়ির দোকানে দাঁড়িয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। সঙ্গে বাচ্চা, হাতে মোবাইল নিয়েএক ভক্ত রানুর কাছে সেলফি তোলার অনুরোধ করেন। আর তাতেই বেজায় চটে যান রানু। সেলফি তুলতে চাওয়ার কারণে যদিও রানু চটে যাননি, ওই মহিলা গায়ে হাত দিয়ে তাঁকে ডেকেছিলেন বলেই রেগে যান গায়িকা।

ওই মহিলার দিকে ফিরে রানু রীতিমতো ইংরেজি, হিন্দি মিশিয়ে রাগের সঙ্গে বলতে থাকেন, ‘‘ডোন্ট টাচ মি।’’ শুধু তাই নয়, কেন সেই মহিলা রানুর গায়ে হাত দিয়ে ডেকেছেন তা নিয়েও প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েন তিনি। হিন্দিতে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ইসকা মতলব ক্যায়া হ্যায়?”

গোটা ঘটনার ভিডিয়ো সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।কে বা কারা ওই ঘটনা রেকর্ড করছেন, তা জানা যায়নি।

এক জন অনুরাগীর প্রতি রানুর এই ব্যবহারে নেটজুড়ে তীব্র নিন্দায় সরব হন নেটিজেনদের বেশিরভাগ। রাতারাতি সেলিব্রিটি তকমা জুটে গিয়েছে বলেই কি ‘ধরা কে সরা’ মনে করছেন তিনি, প্রশ্ন তুলেছেন অনেকেই।

আরও পড়ুন-নুড ভিডিয়ো লিকের পর বড়সড় সিদ্ধান্ত ঘোষণা সেই বিতর্কিত পাক গায়িকার

দেখে নিন সেই ভিডিয়ো

Social | Don't touch me; I'm celebrity now. #ranumondal #Kolkata #Bollywood #bollywoodfashion #bollywoodnews #bollywoodcelebrity #Mumbai #Filmcity #IndianHistoryLive

A post shared by Indian History Pictures (@indianhistorylive) on

কেউ বা আবার তাঁর পুরনো পরিচয় মনে করিয়ে দিয়েছেন। লিখেছেন, ‘‘ভুলে যেও না রানু, মানুষের ভালবাসা পেয়েছ বলেই এতদূর এসেছো। আর তাঁদের সঙ্গেই এই ব্যবহার!”

তবে সোশ্যাল মিডিয়ার একটা অংশই বলছে, এক জন মানুষকে গায়ে হাত দিয়ে ডাকলে তিনি তা অপছন্দ করতেই পারেন। ফলে রানুর রেগে যাওয়ার মধ্যে তাঁরা কোনও অন্যায় দেখছেন না। অহেতুক এক জনকে তাঁর অতীত নিয়ে অসম্মান করার কারণও তাঁরা খুঁজে পাচ্ছেন না বলেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ওই অংশ।

আরও পড়ুন-‘আমার দিদাই আমায় সব কিছু শিখিয়েছে’, দিদা সুপ্রিয়া দেবীকে নিয়ে আবেগঘন পোস্ট শন-এর

অন্য বিষয়গুলি:

Ranu Mondal Viral Singer Abuse Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy