Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
Ranbir Kapoor's Ramayana

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে! রাহার জন্মদিনেই বড় খবর রণবীরের জীবনে

লারা দত্তকে কৈকেয়ীর ভূমিকায় দেখা যেতে পারে, মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ডাকে। হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে।

Image of Ranbir Kapoor and Ramayana poster

রণবীর কপূরের পরবর্তী ছবি ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ ১৪:৪০
Share: Save:

বুধবার দু’বছর পূর্ণ করল রাহা কপূর, কপূর পরিবারের সর্বকনিষ্ঠ খ্যাতনামী। আর এই বিশেষ দিনেই প্রকাশ পেল রাহার বাবা রণবীর কপূরের পরবর্তী ছবি ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার। দীর্ঘ দিন ধরেই আলোচনার কেন্দ্রে নীতীশ তিওয়ারি পরিচালিত এই ছবি। ইতিমধ্যেই জানা গিয়েছে, ছবিতে রামের ভূমিকায় রণবীরের পাশাপাশি সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে। কিন্তু কবে দেখা যাবে তাঁদের পর্দায়?

অবশেষে ইঙ্গিত মিলল। প্রথম পোস্টারে দেখা গিয়েছে ছবি মুক্তির সম্ভাব্য সময়। দু’টি ভাগে মুক্তি পাবে এই ‘ম্যাগনাম ওপাস’। প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে। দ্বিতীয়টি পরের বছর দীপাবলিতে। এমন তথ্য পেয়ে উৎসাহিত দর্শক। সমাজমাধ্যমে ছবির পোস্টার ভাগ করে নিয়েছেন প্রযোজক নমিত মলহোত্র। সেখানে দক্ষিণী ছবির দর্শক উৎসাহ দেখিয়েছেন রাবণের চরিত্রে যশকে দেখার বিষয়ে।

পোস্টারে দেখা যাচ্ছে একটি বাণ আকাশ ফুঁড়ে চলেছে, আগুনের ঝলকে। প্রযোজক নমিত লিখেছেন, “প্রায় ৫০০০ বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, তাকে নিয়ে ছবি করার স্বপ্ন দেখিছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে, আমি খুবই উত্তেজিত। উদ্দেশ্য একটাই, আমাদের ইতিহাস, আমাদের সত্য, আমাদের সংস্কৃতি— রামায়ণকে বিশ্ব দরবারে সর্বাধিক প্রামাণ্য, পবিত্র এবং দৃশ্যত চমকদার করে উপস্থাপন করা।” ‘রামায়ণ পরিবার’-এর পক্ষ থেকে তিনি সকলকে তাঁর এই স্বপ্ন সফল করার আহ্বান জানান। এই পোস্টে নানা ধরনের মন্তব্য করেছেন অনুসরণকারীরা। এক নেটাগরিক উল্লেখ করেছেন রাহার কথাও। লিখেছেন, “রাহা রণবীরের জন্য খুবই পয়মন্ত।” অনুমান, সেই কারণেই রাহার জন্মদিনেই প্রকাশ পেল ‘রামায়ণ’-এর প্রথম পোস্টার।‘রামায়ণ’ ছবিতে রণবীর ও সাই পল্লবীর পাশাপাশি দেখা যাবে যশকে, রাবণের ভূমিকায়। লারা দত্তকে কৈকেয়ীর ভূমিকায় দেখা যেতে পারে, মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ডাকে। হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে। এ বছরের শুরুতে রণবীর ও সাই পল্লবীর একটি ছবি ফাঁস হয়েছিল, যেখানে তাঁদের চরিত্রের সাজে দেখা গিয়েছিল।

অন্য বিষয়গুলি:

Ranbir Kapoor Upcoming Movie Ramayana Nitesh Tiwari Raha Kapoor
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy