এ আর রহমানের সুরে একাধিক বার কণ্ঠ দিয়েছেন সোনু নিগম। সুরকার-গায়কের এই জুটি হিট বলিউডে। একসঙ্গে তাঁরা ‘সাথিয়া, ‘সাতরঙ্গি রে’র মতো গান উপহার দিয়েছেন। এ বার সেই অস্কারজয়ী রহমানের গানকে ‘বেকার’ বললেন সোনু। তাঁর সাফ কথা, ‘‘খারাপ গানকে ভাল বলতে পারব না।’’
২০০৮ সালে সলমন খান ও ক্যাটরিনা কইফ অভিনীত সিনেমা ‘যুবরাজ’-এর সুরকার ছিলেন রহমান। সেখানে বেশ কয়েকটি গান গেয়েছেন সোনু নিগম। যদিও সেই ছবির গান একেবরেই মনে ধরেনি গায়কের, সে কথাই স্পষ্ট করে দেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘যুবরাজ’ ছবিতে তাঁর গাওয়া ‘শানো শানো’ গানটির প্রসঙ্গ উঠতেই তিনি জানান, এই গানটা খুব একটা ভাল নয়। এমনকি এই বিষয়ে তিনি আর কথা বাড়াতেই চাননি।
আরও পড়ুন:
এই অ্যালবামের বাকি গানগুলোর বিষয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, তাঁর মনে হয় এই ছবির গোটা অ্যালবামটাই অতি নিম্নমানের। তাঁর সোজাসাপটা উত্তর, ‘‘বাজে গানকে ভাল বলতে পারব না।’’ উল্লেখ্য, ‘স্লামডগ মিলিয়েনিয়র’ ছবিতে ব্যবহৃত ‘জয় হো’ গানটি এ আর রহমান সুভাষ ঘাইয়ের ‘যুবরাজ’ ছবির জন্য বানিয়েছিলেন। কিন্তু তখন সেটা আর ব্যবহার করেননি এই ছবিতে। পরে ‘স্লামডগ মিলিয়েনিয়র’ ছবিতে ব্যবহৃত হয় এই গান। পরবর্তী কালে ওই গানের জন্য অস্কারও পান রহমান।