Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Entertainment news

তাইল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরলেন জুটি, বিমানবন্দরেও আলিয়াকে আগলে রাখলেন রণবীর

আলিয়ার কতটা খেয়াল রাখেন রণবীর তা বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে তাঁরা পৌঁছনোর পরই নজরে পড়েছে পাপারাত্জিদের।

তাইল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরলেন রণবীর-আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম।

তাইল্যান্ডে ছুটি কাটিয়ে ফিরলেন রণবীর-আলিয়া। ছবি: ইনস্টাগ্রাম।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২০ ১৭:০৪
Share: Save:

নতুন বছরে ছুটি কাটিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া। বর্ষবরণে তাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়েছিলেন তাঁরা। সঙ্গে ছিলেন ‘ব্রহ্মাস্ত্র’-র পরিচালক অয়ন মুখোপাধ্যায়। নতুন বছরে নতুন উদ্যমে কাজ শুরু করার আগে প্রায় সব সেলেবরাই ছুটি কাটিয়ে ফিরে এসেছেন। তবে রণবীর-আলিয়া জুটির ব্যাপারটাই একটু আলাদা।

আলিয়ার কতটা খেয়াল রাখেন রণবীর তা বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে তাঁরা পৌঁছনোর পরই নজরে পড়েছে পাপারাত্জিদের। বৃহস্পতিবার মাঝরাতে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছন তাঁরা। বিমানবন্দরে আগে থেকেই পাপারাতজিদের ভিড় ছিল। তার উপর সাধারণ মানুষেরও ভিড় ছিল। ভিড়ে যাতে আলিয়ার কোনওরকম সমস্যা না হয়, তাই সব সময় তাঁর পিছনে ছিলেন রণবীর। যেখানেই ভিড় বেশি বুঝেছেন, আলিয়ারে সাবধানে পার করিয়ে দিয়েছেন। সঙ্গে বডিগার্ড তো ছিলই, তা বলে কী আর রণবীর খেয়াল রাখবেন না!

তাইল্যান্ডে ছুটি কাটানোর বেশ কিছু ছবি শেয়ার করেছেন আলিয়া। একটা ছবিতে তাঁরা তিন জনই রয়েছেন (আলিয়া, রণবীর আর অয়ন)। সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘সবচেয়ে ভাল ছেলেরা (এবং ভাল মেয়ে)’। আর একটি ছবিতে আলিয়া ফ্লোরাল প্রিন্ট-এর জামা পরে সূর্যের দিকে তাকিয়ে। ক্যাপশনে লেখা, ‘২০২০-র আলো’ । আর একটি ছবি বোধহয় মন খারাপের। ছুটি শেষ। ব্যাগপত্র গুছিয়ে হোটেলে চেক আউট করে বাড়ি আসার জন্য তৈরি। ছবিতে নিজের ব্যাগপত্রের ছবি দিয়ে আলিয়া লিখেছেন, ‘হোমটাইম’।

আরও পড়ুন: আমেরিকার বিরুদ্ধে ভয়ঙ্কর বদলার হুমকি ইরানের শীর্ষ নেতার

best boys (& good girl) 🌞💜

A post shared by Alia ☀️ (@aliaabhatt) on

#aliabhatt and #ranbirkapoor back from their #newyear2020 outing in Thailand #airportdiaries #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এই প্রথম জুটি বেঁধেছেন রণবীর-আলিয়া। ছবিটা এই বছরেই মুক্তি পাবে মনে করা হচ্ছে। এছাড়া রণবীর এবং আলিয়া দুজনের হাতেই এখন একাধিক প্রোজেক্ট রয়েছে। সে সব ফিল্মের শুটিং নিয়ে দুজনেই এ বার ব্যস্ত হয়ে পড়বেন। তাই বছরের শুরুতেই ছুটি কাটিয়ে নিলেন তাঁরা।

the light is coming ✨2020 ☀️

A post shared by Alia ☀️ (@aliaabhatt) on

অন্য বিষয়গুলি:

New Year Celebration Ranbir Kapoor Alia Bhatt Bollywood Celebrity
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy