অতিমারিকালেও ভরপুর বিনোদন জোগান দিচ্ছেন অভিনেত্রী রাখি সবন্ত। এক ঢিলে দুই পাখি মারলেন অভিনেত্রী। অনুরাগীদের মুখে হাসি ফোটালেন, আবার করোনা নিয়ে সচেতন হওয়ার বার্তাও দিলেন।
কী এমন করলেন রাখি?
যা করলেন, তা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। পিপিই কিট পরে সব্জি বাজার করতে গেলেন রাখি। ভাইরাসের বিরুদ্ধে লড়তে এ ভাবেই নিজেকে সুরক্ষা কবচে মুড়ে দৈনন্দিন কাজগুলি সারছেন বলিউডের ‘ড্রামা কুইন’। বেগুন, টম্যাটো, আপেল এবং প্রয়োজনীয় আরও কিছু খাদ্যদ্রব্য কিনলেন রাখি। এমনকি মাস্কের আড়াল থেকেই দরদামও করলেন বিক্রেতার সঙ্গে। কেনাকাটা করতে করতেই বিক্রেতাকে মাস্ক পরে নিতে বললেন অভিনেত্রী।
৪ মিনিটের এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাখি। বিবরণীতে লিখেছেন, ‘দয়া করে সকলে সাবধানে থাকুন। পিপিই কিট পরে যেখানে খুশি যান’।
রাখির এই কাণ্ড উপভোগ করেছেন তাঁর সহকর্মীরাও। অভিনেত্রীর পোস্টে দেবলীনা ভট্টাচার্য, রাহুল বৈদ্য, সম্ভাবনা শেঠদের মন্তব্য থেকেই সেই আঁচ পাওয়া গেল।