সায়ন্তিকা, রাজ
কালার্স বাংলায় ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ছোটদের ডান্স রিয়্যালিটি শো ‘বিন্দাস ডান্স’-এর সেকেন্ড সিজন। কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান, মেদিনীপুর, হাবড়া-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এই সিজনের জন্য প্রায় ২৫০০ বাচ্চার মধ্য থেকে ২৫ জনকে সিলেক্ট করা হয়েছে।
২০১৫ সালে ‘বিন্দাস ডান্স’-এর প্রথম সিজনে বিজয়ী হয়েছিল কলকাতার সৃজন। এ বার দেখা যাক, চার থেকে দশ বছরের এই ২৫ জন খুদের মধ্যে কে বিজয়ীর মুকুট পরে। ‘বিন্দাস ডান্স’-এর প্রথম সিজনে বিচারকের আসনে ছিলেন গণেশ আচারিয়া, সায়ন্তিকা ও জুন মাল্য। পরে অবশ্য গণেশ আচারিয়া চলে গেলে তাঁর জায়গায় আসেন রাজ চক্রবর্তী। এ বারেও বিচারকের আসনে আছেন সায়ন্তিকা ও রাজ। নতুন সংযোজন বাবা যাদব।
‘‘নাচ সংক্রান্ত কোনও অনুষ্ঠান হলেই বেজায় উৎসাহ পাই। তার উপর যদি সেটা ছোটদের নিয়ে হয়, তা হলে তো আমার উৎসাহ দু’গুণ হয়ে যায়। আসলে একটা সময় নাচই আমার ধ্যানজ্ঞান ছিল। এমনকী, আমার একটা নাচের স্কুলও ছিল। ‘বিন্দাস ডান্স’-এর ফার্স্ট সিজনও আমি দারুণ এনজয় করেছিলাম,’’ বললেন অন্যতম বিচারক সায়ন্তিকা। সিনেমার পাশাপাশি তিনি কি এখনও নাচের স্কুলের দিদিমণি? ‘‘না। অভিনয়ের ব্যস্ততা বাড়ায় নাচ শেখানোও বন্ধ হয়েছে। তবে ইচ্ছে আছে, একটা নাচের স্কুল করার। তবে সেটা হয়তো এক্ষুনি হবে না। আসলে এ ব্যাপারে আমি খুব সিরিয়াস। ছোটদের কোনও কিছু শেখানো একটা দায়িত্বপূর্ণ কাজ। সেটা সময় না পেলে করা যায় না,’’ উত্তরে বললেন সায়ন্তিকা। অনুষ্ঠানটির পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। ‘বিন্দাস ডান্স’-এর গোটা টিমও এ বারের সিজন নিয়েও বেশ আশাবাদী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy