একে গোয়েন্দা কাহিনি তার উপর পিরিয়ড, যার স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। সেই কাহিনি নিয়ে ওয়েব সিরিজ় তৈরি হলে, তা আগ্রহ জাগায় বইকি। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘ডিটেক্টিভ’কে আধার করে সিরিজ় তৈরি হচ্ছে হইচই-এ। মুখ্য ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, ইশা সাহা, অম্বরীশ ভট্টাচার্য, সাহেব ভট্টাচার্য, তৃণা সাহা। সিরিজ়ের পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানালেন, মূল কাহিনির নির্যাসটুকু নিয়ে তাকে সিরিজ়ের আকার দেওয়া হয়েছে। ‘‘আমরা কাহিনির কোনও বিকৃতি ঘটাইনি। প্রেক্ষাপট, সময় সবই এক রাখা হয়েছে। দু’এপিসোডের এই সিরিজ়ের জন্য যতটুকু প্রয়োজন বাড়ানো হয়েছে,’’ বললেন পরিচালক।
লকডাউনের আগে দু’দিন শুট হয়েছিল ‘ডিটেক্টিভ’। ২৫ জুন থেকে ফের শুট শুরু হয়েছে। লকডাউন পরবর্তী শুটে আগের মতোই লুক এবং ফিল রাখার চেষ্টা করছেন নির্মাতারা। জয়দীপ বলছিলেন, ‘‘ছোটখাটো সমস্যাগুলো বুদ্ধি করে কাটাতে হচ্ছে। একটা রোম্যান্টিক গান যেমন বাদ দিতে হল।’’ অনির্বাণ এর আগে এই প্ল্যাটফর্মেই ব্যোমকেশ বক্সী করেছেন। তবে দু’টি গোয়েন্দা চরিত্রে তারতম্য রয়েছে। ‘ডিটেক্টিভ’ অনেকটাই মজার ছলে। মহিমচন্দ্রের (অনির্বাণের চরিত্র) গোয়েন্দাগিরি করার সাধ আছে ষোলো আনা, সাধ্য ততটা নেই।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy