৯ মাস পরে পৃথিবীতে ফিরেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস। এই ঘটনা ঘিরে উচ্ছ্বাসের শেষ নেই ভারতীয়দের মধ্যে। ইতিমধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও আমন্ত্রণ পেয়েছেন সুনীতা। ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীকে নিয়ে সমাজমাধ্যমে উচ্ছ্বসিত তারকারাও।
আর মাধবন তাঁর সমাজমাধ্যমে সুনীতার ছবি ভাগ করে নিয়েছেন। লিখেছেন, “প্রিয় সুনীতা উইলিয়ামস পৃথিবীতে আপনাকে স্বাগত। আমাদের প্রার্থনার উত্তর আমরা পেয়েছি। আপনি নিরাপদে আছেন, আপনার মুখের হাসি দেখে খুবই ভাল লাগছে। ২৬০ দিনের বেশি মহাকাশে থাকার পরে আপনি ফিরেছেন। অসাধারণ একটি কাজ শেষ হল। ঈশ্বর আপনার এবং বাকি মহাকাশচারীদের মঙ্গল করুন।”
দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী সমাজমাধ্যমে লিখেছেন, “পৃথিবীতে ফের আপনাকে স্বাগত। একেই বলেই ঐতিহাসিক ও নায়কের মতো প্রত্যাবর্তন। ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে ২৮৬ দিন থেকে ফিরেছেন। আপনাদের এই ঘটনার মধ্যে নাটকীয়তা আছে, তেমনই রহস্যময়। সত্যিই অসাধারণ।”
আরও পড়ুন:
জ্যাকি শ্রফও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সুনীতাদের মহাকাশযান পৃথিবীর সমুদ্র স্পর্শ করার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি। এই গোটা সফরে সুনীতার নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করেছেন রকুল প্রীত সিংহ। তিনি লিখেছেন, “আপনি (সুনীতা) ইতিহাস তৈরি করেছেন। আপনি যা অর্জন করেছেন, তার জন্য আমরা গর্বিত। আপনাকে অনেক শুভেচ্ছা। আমাদের অনুপ্রাণিত করতে থাকুন।” মানুষী চিল্লার লিখেছেন, “এই ধরনের মুহূর্তই মানবতার প্রতিনিধিত্ব করে। এক দিকে যেমন গবেষণা ও প্রযুক্তিকে উন্নত করার তাগিদ রয়েছে। আর এক দিকে কঠিন সময়ে ধৈর্য রাখারও গুরুত্ব রয়েছে। এই জন্যই আমরা মানুষ। সুনীতা উইলিয়ামসদের মতো মহিলারা সব সময়ে অনুপ্রেরণা জুগিয়েছেন।”
রবি কিশন, করিশ্মা কপূর, সোনু সুদও সমাজমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন।
- গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মহাকাশেই তাঁরা আটকে পড়েন। আট দিনের মহাকাশ সফর ন’মাসে দীর্ঘায়িত হয়।
- ন’মাস পরে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর।আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তাঁদের বাহক ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। নাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে ফ্লরিডা উপকূলে নামবেন তাঁরা। ভারতে তখন বুধবার ভোর সাড়ে ৩টে।
-
হাতে চ্যানেল নিয়ে নাসার দফতরে সুনীতা, থাকতে হবে অন্তত ৪৫ দিন! কেমন আছেন? নিভৃতবাসের ঠিকানা কোথায়?
-
‘পৃথিবী তোমাদের মিস্ করেছে’, সুনীতাদের শুভেচ্ছাবার্তায় লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
-
ন’মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে সুনীতারা, এ বার লড়াই মাধ্যাকর্ষণের সঙ্গে
-
সমতল ভূমির বদলে কেন সুনীতাদের নিয়ে জলে অবতরণ করল স্পেসএক্স-এর ড্রাগন মহাকাশযান
-
সুনীতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়া হোক, দাবি মুখ্যমন্ত্রী মমতার, বললেন, ‘মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি’