মহাকাশচারী সুনীতা উইলিয়ামসের ভারতরত্ন পাওয়া উচিত বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিধানসভায় সুনীতাদের উদ্দেশে অভিনন্দনবার্তা দিয়ে মমতা বলেন, ‘‘যে ভাবে তাঁরা যন্ত্রণা সহ্য করেছেন, সে বিষয়ে খোঁজখবর নিতাম।’’ কথায় কথায় মুখ্যমন্ত্রী এ-ও জানালেন, তিনি বর্তমানে মহাকাশ বিজ্ঞান নিয়ে পড়াশোনাও করছেন।
গত বছর ৫ জুন মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতারা। কথা ছিল আট দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে ফিরবেন তাঁরা। মূলত অতিথি হয়েই মহাকাশে গিয়েছিলেন সুনীতারা। কিন্তু তখনও কেউ ভাবেননি আট দিনের সফর শেষ হবে ন’মাসে! মহাকাশযানে ত্রুটি দেখা দেওয়ায় বার বার পিছোতে থাকে সুনীতাদের পৃথিবীতে ফেরার তারিখ। ২৮৬ দিন কাটিয়ে অবশেষে বুধবার ভোর ৩টে ২৭ মিনিট নাগাদ (ভারতীয় সময়) সুনীতারা পৃথিবীতে ফেরেন।
সুনীতারা ফিরে আসার পরেই নিজের এক্স হ্যান্ডলে অভিনন্দনবার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে বিধানসভাতেও মমতা বলেন, ‘‘বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়মসকে কৃতজ্ঞতা। তাঁরা অনেক যন্ত্রণা সহ্য করেছেন। উদ্ধারকারী দলকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কল্পনা চাওলাও গিয়েছিলেন। ফিরতে পারেননি। আমরা দেখি প্লেন খারাপ হলে ফিরে আসে। এই মহাকাশযানেরও কিছু গোলমাল ছিল বলে শুনেছি। কল্পনা চাওলাদেরও যেটা হয়। সেই জন্যই এতগুলো মাস সুনীতা উইলিয়ামসদের আটকে থাকতে হয়।’’ মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘‘সুনীতা ভারতের মেয়ে। তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের কাছে। তাঁরা যাতে ভাল করে কাজ করতে পারেন, তাই এই মহাসম্মানের দাবি জানাচ্ছি।’’
সুনীতাকে ভারতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুনীতার পরিবার জানাল, শীঘ্রই ভারতে আসবেন তিনি। মহাকাশ-কন্যাকে অভ্যর্থনা জানাতে ‘শিঙাড়া পার্টি’রও আয়োজন করা হবে! প্রসঙ্গত, সুনীতাই প্রথম নভশ্চর, যিনি মহাকাশ স্টেশনে শিঙাড়া খেয়েছেন! তাই ভারতে ফিরলে তাঁর জন্য একটি ‘শিঙাড়া পার্টি’র আয়োজন করারও পরিকল্পনা সেরে ফেলেছেন পরিজনেরা!
- গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাঁদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তাঁরা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। মহাকাশেই তাঁরা আটকে পড়েন। আট দিনের মহাকাশ সফর ন’মাসে দীর্ঘায়িত হয়।
- ন’মাস পরে পৃথিবীতে ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গী বুচ উইলমোর।আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তাঁদের বাহক ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান। নাসার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মিনিটে ফ্লরিডা উপকূলে নামবেন তাঁরা। ভারতে তখন বুধবার ভোর সাড়ে ৩টে।
-
হাতে চ্যানেল নিয়ে নাসার দফতরে সুনীতা, থাকতে হবে অন্তত ৪৫ দিন! কেমন আছেন? নিভৃতবাসের ঠিকানা কোথায়?
-
‘সুনীতারাই অনুপ্রেরণা জোগান’, ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারীর সাফল্যে উচ্ছ্বসিত তারকারাও
-
‘পৃথিবী তোমাদের মিস্ করেছে’, সুনীতাদের শুভেচ্ছাবার্তায় লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
-
ন’মাস মহাকাশে কাটিয়ে অবশেষে পৃথিবীতে সুনীতারা, এ বার লড়াই মাধ্যাকর্ষণের সঙ্গে
-
সমতল ভূমির বদলে কেন সুনীতাদের নিয়ে জলে অবতরণ করল স্পেসএক্স-এর ড্রাগন মহাকাশযান