Advertisement
E-Paper

‘লজ্জা হওয়া উচিত, হিন্দু ধর্ম গ্রহণ করুন’, পাকিস্তানি অভিনেত্রী হানিয়াকে নিয়ে বিতর্ক কেন?

ভারতের অনুরাগীরা নিয়মিত অভিনেত্রীর সমাজমাধ্যমে নজর রাখেন। ভারতের অনুরাগীদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানিয়া। তাঁকে শুনতে হল, “এ বার হিন্দু ধর্ম গ্রহণ করুন।”

Netizens slammed Pakistani actress Hania Amir as she applied a bindi on forehead

পাকিস্তানে সমালোচনার মুখে হানিয়া আমির। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৪:১০
Share
Save

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের অনুরাগীর সংখ্যা ভারতেও কম নয়। তাঁরা নিয়মিত অভিনেত্রীর সমাজমাধ্যমে নজর রাখেন। ভারতীয় অনুরাগীদের সেই ভালবাসা ফিরিয়ে দিতে গিয়েই বিপাকে পড়লেন হানিয়া। তাঁকে শুনতে হল, “এ বার হিন্দু ধর্ম গ্রহণ করুন।”

কিছু দিন আগেই হোলি উপলক্ষে ভারতীয় অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছিলেন হানিয়া। নিজের বেশ কিছু ছবিও ভাগ করে নিয়েছিলেন তিনি। কয়েকটি ছবিতে দেখা যায়, ইংল্যান্ডের রাস্তায় বান্ধবীদের সঙ্গে সুসময় কাটাচ্ছেন তিনি। অভিনেত্রীর কপালে ছিল কমলা রঙের টিপ। এই ছবিগুলি ভাগ করে নিয়ে পাকিস্তানি অভিনেত্রী লিখেছিলেন, “একজন বুদ্ধিমান মানুষ বলেছেন, খারাপ কথা শুনো না, খারাপ জিনিস দেখো না, খারাপ কথা বোলো না। সকলকে জানাই হোলির শুভেচ্ছা।”

এই পোস্ট দেখে হানিয়াকেও শুভেচ্ছা জানান তাঁর ভারতীয় অনুরাগীরা। তবে তাঁর পাকিস্তানি অনুরাগীদের তরফ থেকে ধেয়ে আসে কটাক্ষ। প্রশ্ন ওঠে, মুসলিম হয়ে কী ভাবে তিনি কপালে টিপ পরলেন? অনেকে আবার দাবি করেন, বলিউডে জায়গা তৈরি করার জন্য ভারতীয়দের মনোযোগ পাওয়ার চেষ্টা করছেন হানিয়া।

বান্ধবীদের সঙ্গে হানিয়া।

বান্ধবীদের সঙ্গে হানিয়া। ছবি: সংগৃহীত।

হানিয়ার এই ছবিতে এক নিন্দক মন্তব্য করেন, “আপনি বরং হিন্দু ধর্ম গ্রহণ করুন। তা হলে বলিউডে আপনি যথেষ্ট ভালবাসা পাবেন।” আর এক নিন্দকের কথায়, “লজ্জা হওয়া উচিত। রমজানের সময় অন্তত নিজেকে নিয়ন্ত্রণ করুন। গোটা বছর তো এমনিতেই আপনারা হিন্দু হয়ে ওঠার চেষ্টা করেন!” তবে পাকিস্তানের একনিষ্ঠ অনুরাগীরা পাশে দাঁড়িয়েছেন হানিয়ার। এক অনুরাগী লিখেছেন, “এমন অশিক্ষিতের মতো কথাবার্তা দেখলে সত্যিই বিরক্ত লাগে। কিছু কিছু বিষয় ধর্মের ঊর্ধ্বে। মানবতা বলেও কিছু বিষয় থাকে।”

হানিয়াকে শেষ দেখা গিয়েছে পাকিস্তানি নাটক ‘কভি ম্যায় কভি তুম’-এ। ভারতের দর্শকের মধ্যেও এই নাটকের জনপ্রিয়তা রয়েছে।

Hania Aamir

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}