গোলগাল খুদে ভক্তর কোমর দুলিয়ে নাচ দেখে মুগ্ধ রশ্মিকা।
সিক্যুয়েল আসতে চললেও ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির আঁচ এখনও নেভেনি। সৌজন্যে অভিনেত্রী রশ্মিকা মন্দনা। তাঁর নাচের আবেদন আলোড়ন তুলেছিল কোটি ভক্তের হৃদয়ে। তার মধ্যে যে খুদে ভক্তরাও পড়ে, তা বোঝা গেল বৃহস্পতিবার। স্কুলপড়ুয়া এক বছর ছয়েকের ছাত্রী ইউনিফর্ম পরেই নাচতে শুরু করল ‘স্বামী স্বামী’ গানে। পিছনে তার সহপাঠীরাও তালে তালে পা মেলাচ্ছে। দূরে দাঁড়িয়ে স্কুল বাস। কুছ পরোয়া নেহি! গানেই যখন আগুন, ভেসে যায় নিয়মের কারিগরি। স্কুল ছুটির পর ‘পুষ্পা’-র গানে নেচে চলল সেই ছোট্ট মেয়ে। নিমেষে ভিডিয়ো ভাইরাল।
যা পৌঁছে গেল রশ্মিকার কাছে। গোলগাল খুদে ভক্তর কোমর দুলিয়ে নাচ দেখে মুগ্ধ অভিনেত্রীও। মন্তব্যে লিখলেন, ‘ভীষণ মিষ্টি! আমি ওর সঙ্গে দেখা করতে চাই।’
Maaaaadddddeeeeee myyyyy daaaaaay.. I want to meet this cutie..
— Rashmika Mandanna (@iamRashmika) September 14, 2022
how can I? 🥹 https://t.co/RxJXWzPlsK
‘পুষ্পা-দ্য রাইজ’-এর পর থেকেই সর্বভারতীয় দর্শকদের হৃদয়ে নিজের জায়গা পোক্ত করে ফেলেছেন দক্ষিণী সুন্দরী রশ্মিকা। দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে এ বার বলিপাড়ায় পা রাখছেন এই নায়িকা। পরিচালক বিকাশ বহেলের ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হচ্ছে অল্লু অর্জুনের নায়িকার।
এই ছবিতে রশ্মিকার সঙ্গে রয়েছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে ঝলমলে অবতারে দেখা গেল রশ্মিকাকে। পরনে লেহঙ্গা, খোলা চুল— একেবারে ভারতীয় নারীর সাজে নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা।
আগামী ৭ অক্টোবর মুক্তি পেতে চলেছে ‘গুডবাই’। তবে শুধু এই ছবিই নয়, আগামী দিনে বেশ কয়েকটি হিন্দি ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। অভিনেতা রণবীর কপূরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে দেখা যাবে রশ্মিকাকে। তা ছাড়া সিদ্ধার্থ মলহোত্রের সঙ্গে ‘মিশন মজনু’র মতো ছবিও হাতে রয়েছে রশ্মিকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy