Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Fahadh Faasil

‘পুষ্পা ২’ ছবির খলনায়ক, খ্যাতনামী তারকা ফাহাদ ফাসিল এডিএইচডি রোগে আক্রান্ত

‘পুষ্পা ২’ ছবি মুক্তির এখনও মাস তিনেক বাকি। এর মাঝে নিজের অসুখের কথা জানালেন অভিনেতা ফাহাদ ফাসিল।

Pushpa 2 Actor Fahadh Faasil reveals he diagnosed with ADHD

ফাহাদ ফাসিল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৮ মে ২০২৪ ১৭:১৫
Share: Save:

কামানো মাথা, চোখে রোদচশমা, ঠোঁটের কোণে জ্বলন্ত সিগারেট! ‘পুষ্পা: দ্য রুল’ ছবিতে ফাহাদ ফাসিলের লুক প্রকাশ্যে আসতেই দর্শকের উত্তেজনা তুঙ্গে। ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবিতে তাঁর চরিত্র সাড়া জাগিয়েছিল অনুরাগীদের মধ্যে। অল্লু ও রশ্মিকার নজরকাড়া পারফরম্যান্সের মধ্যেও চোখ টেনেছিলেন ফাহাদ। ‘পুষ্পা’র প্রথম পর্বের পরে ভঁওয়র সিংহ শেখাওয়াত চরিত্রটির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করে ছিলেন দর্শক ও অনুরাগীরা। তাঁদের সেই আশা পূরণও হতে চলেছে। ফাহাদের ৪১তম জন্মদিন উপলক্ষে মুক্তি পেয়েছে পোস্টার। ছবি মুক্তির এখনও মাস তিনেক বাকি। এর মধ্যেই তিনি একটি বিশেষ রোগে আক্রান্ত বলে জানা গেল।

ফাহাদ নিজেই জানান, তিনি এডিএইচডি অর্থাৎ (অ্যাটেনশন-ডেফিসিট /হাইপার অ্যাক্টিভিটি ডিজ়অর্ডার)। এটি এক ধরনের মানসিক রোগ। সাধারণ শিশুদের মধ্যেই এই রোগের প্রভাব বেশি দেখা যায়। এই রোগে আক্রান্ত হলে সাধারণত অন্যের দৃষ্টি আর্কষণ করার প্রবণতা দেখা যায়। কিংবা সর্বত্র মধ্যমণি হয়ে থাকার প্রবণতা দেখা যায়। সম্প্রতি একটি স্কুলের অনুষ্ঠানে গিয়ে নিজের এই রোগের কথা জানান। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক চিকিৎসক। সেখানেই প্রতিকারের উপায়ও জানতে চান অভিনেতা। চিকিৎসক জানান, ছোটদের ক্ষেত্রে খুব সহজেই এডিএইচডি রোগের চিকিৎসা করা যায়। আর বড়দের ক্ষেত্রে লক্ষণ বুঝে চিকিৎসার পদ্ধতি নির্ণয় করতে হয়। কিছু ক্ষেত্রে মনোবিদের সাহায্য নেওয়া উচিত। কখনও আবার ওষুধের প্রয়োজন পড়তে পারে।

অন্য বিষয়গুলি:

Fahadh Faasil Actor Pushpa: The Rise ADHD
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy