Advertisement
০২ নভেম্বর ২০২৪

শঙ্খচিলের মুম্বই যাত্রা

সম্প্রতি মুম্বইতে হয়ে গেল গৌতম ঘোষ পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি ‘শঙ্খচিল’-এর প্রিমিয়ার। মুম্বইয়ের ‘সিনেপলিস’-এ গত রবিবার ছিল এ ছবির প্রিমিয়ার। পয়লা বৈশাখ দেশ জুড়ে মুক্তি পেয়েছে ‘শঙ্খচিল’। রবিবার এই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনে-জগতের এক ঝাঁক তারা।

নিজস্ব সংবাদদাতা
মুম্বই শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ১৭:১৪
Share: Save:

সম্প্রতি মুম্বইতে হয়ে গেল গৌতম ঘোষ পরিচালিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি ‘শঙ্খচিল’-এর প্রিমিয়ার। মুম্বইয়ের ‘সিনেপলিস’-এ গত রবিবার ছিল এ ছবির প্রিমিয়ার। পয়লা বৈশাখ দেশ জুড়ে মুক্তি পেয়েছে ‘শঙ্খচিল’। রবিবার এই ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনে-জগতের এক ঝাঁক তারা। এই প্রিমিয়ারের মূল আকর্ষণ ছিলেন ছবির প্রধান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও পরিচালক গৌতম ঘোষ।

এ ছাড়াও ছিলেন পরিচালক মধুর ভাণ্ডরকর, সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য, সৃজিৎ মুখোপাধ্যায়, ‘গুলাব গ্যাং’-খ্যাত পরিচালক সৌমিক সেন, পরিচালক মণীশ গুপ্ত। গৌতম ঘোষের এই ছবি মূলত বাবা-মেয়ের ছবি। কিন্তু সেই ছবির পরতে পরতে জড়িয়ে রয়েছে দেশভাগের যন্ত্রণার ইতিহাস। দুই বাংলার মানুষের মনে দেশভাগের যন্ত্রণার কথাই উঠে এসেছে ‘শঙ্খচিল’-এ।

আরও পড়ুন, দেখুন ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ‘শঙ্খচিল’ তৈরির ভিডিও

অন্য বিষয়গুলি:

SANKACHIL Prosenjit Gautam Ghose entertainment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE