Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Priyanka Chopra

ছোটবেলার ছবি শেয়ার করলেন বলি অভিনেত্রী, বলুন তো ইনি কে

এই মুহূর্তে তিনি আন্তর্জাতিক তারকা। বলিউড তথা হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন অবলীলায়।

খুদে প্রিয়ঙ্কা।

খুদে প্রিয়ঙ্কা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২০ ১৫:৪৪
Share: Save:

ছবিতে আর্মি ইউনিফর্ম পরে যে মিষ্টি খুদেটা দাঁড়িয়ে আছে, চিনতে পারছেন সে কে?

আচ্ছা, বিষয়টা আর একটু সহজ করে দেওয়া যাক।

প্রথম হিন্ট: এই মুহূর্তে তিনি আন্তর্জাতিক তারকা। বলিউড তথা হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন অবলীলায়।

দ্বিতীয় হিন্ট: ২০০০ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতে নিয়ে বিশ্বের দরবারে আরও এক বার ভারতের মুখ উজ্জ্বল করেছিলেন।

তৃতীয় হিন্ট: ২০১৮ সালে তিনি বিখ্যাত আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

এত ক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গিয়েছে, কোমরে হাত দিয়ে গোমরা মুখে দাঁড়িয়ে থাকা বছর পাঁচ-ছয়ের এই মিষ্টি মেয়েটা বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়ঙ্কা চোপড়া।

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার এই ছবিটি শেয়ার করেন প্রিয়ঙ্কা। তিনি লেখেন, ‘থ্রো ব্যাক টু লিটল প্রিয়ঙ্কা’। অর্থাৎ, নস্টালজিয়ায় ডুব দিয়েছিলেন অভিনেত্রী।

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra)

তাঁর আরও সংযোগ, ‘এই ছবিটি আমার আসন্ন বইয়ের একটি অ্যালবাম থেকে নেওয়া। আর্মির ইউনিফর্ম পরে বাড়িতে আমার বাবার পিছনে ঘুরতে আমি ছোটবেলায় খুব ভালবাসতাম। আমি বড় হয়ে ঠিক তাঁর মতো হতে চেয়েছিলাম। তিনি আমার অনুপ্রেরণা। আমার অ্যাডভেঞ্চারের ইচ্ছেগুলোকে পূরণ করতে বাবা উৎসাহ দিয়েছিলেন। এমনকি, ছোটবেলাতেও আমি সব সময় অচেনাকে চেনার চেষ্টা করেছি, নতুন কিছুকে খুঁজে বের করার চেষ্টা করেছি যার সন্ধান আগে কেউ কোনও দিন পায়নি। আমি সব সময় প্রথম হতে চেয়েছি। আজও সেই ইচ্ছাই আমাকে সব কাজে প্রত্যেকদিন এগিয়ে যাওয়ার শক্তি যোগায়।’

আরও পড়ুন: অভিনয় করবেন বলে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন মিমি?

বই লিখছেন প্রিয়ঙ্কা। নাম ‘আনফিনিশড’ অর্থাৎ অসমাপ্ত। সেই বইতে প্রিয়ঙ্কাকে নিয়ে থাকবে এমনই সব গল্প। প্রিয়ঙ্কা জানিয়েছিলেন, এই বইয়ের মাধ্যমে তিনি নিজের গল্প নিজের মতো করে তুলে ধরবেন। এত দিন লোকে তাঁকে নিয়ে অনেক ধরনের গল্প বলে এসেছে। এ বার তিনি নিজেই নিজের জীবনের ঘটনাগুলি জনসমক্ষে আনবেন।

আরও পড়ুন: প্রথম স্বামীকে প্রতারণা থেকে সলমনের পরামর্শে সন্তানলাভ, জীবন নিয়ে অকপট অভিনেত্রী কাশ্মীরা

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra Actress Bollywood Hollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy