Advertisement
২৯ ডিসেম্বর ২০২৪
Priyanka Chopra

আকাশছোঁয়া কেরিয়ার এবং দেশ ছেড়ে সব কিছুতে ইতি টানতে রাজি প্রিয়ঙ্কা! কার জন্য?

প্রিয়ঙ্কা অভিনীত ছবি ‘লভ এগেন’ মুক্তি পেয়েছে ১২ মে। স্পাই ওয়েব সিরিজ় ‘সিটাডেল’ও দর্শকের ভালবাসা পাচ্ছে। দু’টি কাজের জন্যই প্রচারে যেতে হচ্ছে প্রিয়ঙ্কাকে। ফিরে শুধুই সময় দিচ্ছেন মেয়েকে।

Priyanka Chopra Jonas says she could give up her career for daughter Malti Marie, recalls the sacrifices her parents made for her dgtl

কার জন্য পেশা ছেড়ে ঘরকন্না করতেও রাজি প্রিয়ঙ্কা? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৩ ১৯:৩২
Share: Save:

বলিউডে দুই দশকের বেশি সময় ধরে সফল কেরিয়ার তাঁর। বর্তমানে প্রিয়ঙ্কা চোপড়া দাপিয়ে বেড়াচ্ছেন হলিউডে। একের পর এক সিনেমা, সিরিজ় তাঁর ঝুলিতে। অনায়াসে আকাশের চাঁদ ছুঁয়ে ফেলা এ হেন ‘দেশি গার্ল’ নাকি পেশা ছেড়ে ঘরকন্না করতেও রাজি! সম্প্রতি এ কথায় অনুরাগীদের তাজ্জব করলেন অভিনেত্রী।

আসল সম্পদ নাকি আছে তাঁর ঘরেই। প্রিয়ঙ্কার মনপ্রাণ জুড়ে এখন যে শুধুই তাঁর কন্যা, মালতী মেরি জোনাস। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে সন্তানকে পৃথিবীতে এনেছেন প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী নিক জোনাস। গত বছর জানুয়ারিতেই মা হয়েছেন প্রিয়ঙ্কা। তার পর থেকে জীবনের রূপ-রস-গন্ধ বদলে গিয়েছে তাঁর। বদলেছে অগ্রাধিকার এবং গুরুত্ব। কন্যাকে সর্ব ক্ষণ সময় দিতে পারলেই মা হিসাবে নিজেকে পরিপূর্ণ মনে হয় প্রিয়ঙ্কার। কিন্তু কাজের চাপে পেরে ওঠেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা বললেন, “মালতীর জন্য আমি কেরিয়ার মুলতুবি রাখতে পারি।”

প্রিয়ঙ্কার দাবি, “আমাকে বড় করার জন্যও আমার বাবা-মা কত স্বার্থত্যাগ করেছেন। বরেলির জীবন ছেড়ে মুম্বইয়ে আসা, সবই তো আমার জন্য। ১৭ বছর বয়সে আমি কেরিয়ার শুরু করেছি। বাকি কোনও কিছুকে গুরুত্ব দিইনি এত দিন।”

এখন চল্লিশের কোঠায় এসে নতুন করে কী ভাবছেন অভিনেত্রী? জানালেন, কেউ যদি বলে তাঁকে, কাজ ছেড়ে, দেশ ছেড়ে অন্য কোথাও যেতে হবে, তিনি করতে রাজি। শুধুমাত্র কন্যার মুখ চেয়ে।

প্রিয়ঙ্কা অভিনীত ছবি ‘লভ এগেন’ মুক্তি পেয়েছে ১২ মে। স্পাই ওয়েব সিরিজ় ‘সিটাডেল’ও দর্শকের ভালবাসা পাচ্ছে। দু’টি কাজের জন্যই প্রচারে যেতে হচ্ছে প্রিয়ঙ্কাকে। ফিরে শুধুই সময় দিচ্ছেন মেয়েকে। সুন্দর দিন শুরু করেন তিনি মেয়ের মুখ দেখেই, ঘুমোতেও যান মালতীর মায়ায়। এমন করেই চলছে তাঁর মধুর জীবন। শীঘ্রই তুতো বোন পরিণীতি চোপড়ার আংটিবদলের অনুষ্ঠানে ছোট্ট সফরে ভারত ঘুরে যাবেন প্রিয়ঙ্কা।

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra Bollywood Actor Hollywood Actor Malti Marie Chopra Jonas Nick Jonas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy