নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া।—ফাইল চিত্র।
চার হাত এক হয়ে গেল নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়ার। শনিবার খ্রিস্টান মতে বিয়ে সারলেন তাঁরা। জোধপুরের উমেদ ভবনেই সব আয়োজন হয়েছিল। পরিবার, বন্ধু-বান্ধব এবং ঘনিষ্ঠ লোকজনের উপস্থিতিতে সেখানেই একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন।
বিয়েতে বর-কনে দুজনেই বিদেশি ডিজাইনার রাল্ফ লরেনের পোশাক পরেছিলেন। দুই দাদা কেভিন ও জো, ছোট ভাই ফ্র্যাঙ্কি এবং শ্যালক সিদ্ধার্থ চোপড়া নিকের গ্রুমসমেন হয়েছিলেন।
তবে নিরাপত্তা নিয়ে কড়াকড়ি ছিল যথেষ্ট। তাই এখনও পর্যন্ত তাঁদের বিয়ের ছবি প্রকাশ্যে আসেনি। শুধুমাত্র উমেদ ভবনে আতসবাজির রোশনাইয়ের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
#WATCH: Fireworks at Umaid Bhawan Palace in Jodhpur, Rajasthan, after Priyanka Chopra and Nick Jonas tied the knot as per Christian rituals. pic.twitter.com/XpzYtGZG2G
— ANI (@ANI) December 1, 2018
এই ভিডিয়োই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: বিয়ের পর নিক-প্রিয়ঙ্কার মোট সম্পত্তির পরিমাণ কত দাঁড়াবে জানেন?
আরও পড়ুন: ঐশ্বর্যার বিয়ের সঙ্গে কোথায় মিল রয়েছে প্রিয়ঙ্কার?
তবে হিন্দুমতে বিয়ে এখনও বাকি তাঁদের। সে দিকেই তাকিয়ে সকলে। রবিবার উমেদ ভবনে তা সম্পন্ন হবে। তার জন্য এলাহি বন্দোবস্ত হয়েছে। সেখানে ঘোড়ায় চড়ে, শেরওয়ানি পড়ে প্রিয়ঙ্কার জন্য বারাত নিয়ে আসবেন নিক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy