Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
Priyadarshan-Aniruddha

ভাত, ভেড়ার মাংস দিয়ে অনিরুদ্ধের সঙ্গে ভূরিভোজ, বাংলা ছবিতে পা রাখছেন প্রিয়দর্শন?

বাংলা ছবির পরিচালনায় আসছেন প্রিয়দর্শন? জুটি বাঁধবেন অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে? আনন্দবাজার অনলাইনকে সবিস্তার জানিয়েছেন ‘পিঙ্ক’ পরিচালক।

Image of Priyadarshan-Aniruddha Roy Chowdhury

আড্ডায় প্রিয়দর্শন-অনিরুদ্ধ। নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০২৪ ২১:১১
Share: Save:

সম্প্রতি চুপচাপ কলকাতা ঘুরে গেলেন মালয়ালম ও হিন্দি ছবির পরিচালক প্রিয়দর্শন। দিন দুই ছিলেন। বোড়াল গিয়েছিলেন। ঘুরে গিয়েছেন সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িও। দেখা করেছেন সত্যজিৎ-পুত্র সন্দীপ রায়ের সঙ্গেও। টলিপাড়ায় সেই খবর ছড়াতেই জোর গুঞ্জন, প্রিয়দর্শন নাকি বাংলা ছবি বানাতে চলেছেন। সেই জন্যই তাঁর কলকাতা যোগ। শুধু কি তাই? অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গেও দেখা করেছেন দক্ষিণী বিনোদন দুনিয়ার জনপ্রিয় পরিচালক।

গুঞ্জন সত্যি? সবিস্তার জানতে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল অনিরুদ্ধের সঙ্গে। তিনি গুঞ্জনের সত্যতায় সিলমোহর দিয়েছেন। বলেছেন, ‘‘দ্বিতীয় রবিবার আমাদের ‘ডিয়ার মা’-এর শুটিংয়ের ছুটি ছিল। ওই দিন কলকাতায় এসেছিলেন। ফ্রায়েড রাইস, ভেড়ার মাংস, এশীয় আর কন্টিনেন্টাল খাবার। সঙ্গে আড্ডা।’’ আর বাংলা ছবি? ‘পিঙ্ক’ পরিচালক জানিয়েছেন, অনেক দিন ধরে বাংলা ছবি পরিচালনার কথা ভাবছেন ‘হেরা ফেরি’ পরিচালক। সম্ভবত সেই উদ্দেশ্য নিয়েই কলকাতায় এসেছিলেন তিনি।

শহরে এসেই যোগাযোগ করেন অনিরুদ্ধের সঙ্গে। আড্ডায় সত্যজিৎ রায়-ঋত্বিক ঘটক উঠে এসেছিলেন। কথা হয়েছে অনিরুদ্ধর ‘অন্তহীন’ নিয়েও। প্রিয়দর্শনের যেমন বাংলা ছবি তৈরির ইচ্ছে, অনিরুদ্ধও পছন্দ করেন মালয়ালম ছবি। সেখানকার দুই নায়িকা পার্বতী, পদ্মপ্রিয়া পরিচালকের পছন্দের অভিনেত্রী। পার্বতীকে অনিরুদ্ধর ‘কড়ক সিং’ ছবিতে দেখা গিয়েছে। পদ্মপ্রিয়া অভিনয় করছেন ‘ডিয়ার মা’-তে।

হাতের কাজ সেরে অনিরুদ্ধ কি মালয়ালাম ছবির দুনিয়ায় পা রাখবেন? অস্বীকার করেননি তিনি। জানিয়েছেন, আগাম কয়েকটি ছবি পরিচালনার কাজ হাতে রয়েছে। তার পরেই তিনি হাত রাখবেন মালয়ালম ছবিতে। হাসতে হাসতে এও বলেছেন, ‘‘এমনও হতে পারে, আগমী দিনে আমরা জোট বেঁধে বাংলা আর মালয়ালাম ছবি বানালাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE