তাঁর জন্মের সঙ্গেই জড়িয়ে রয়েছে মায়ের চলে যাওয়া। বাবার অবজ্ঞা বুকে নিয়ে কেটেছে শৈশব। রাগে-দুঃখে তাই নামের পাশ থেকে ছেঁটে ফেলেছিলেন বিখ্যাত বাবা রাজ বব্বরের পদবীও। মাদকাসক্তি ও একাকিত্ব ক্রমশ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল তাঁকে। সেখান থেকে ফের আলোয় ফেরেন প্রতীক বব্বর। এ বার প্রেম দিবসের দিনই প্রিয়া বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করলেন প্রতীক। কিন্তু বিয়েতে ডাকলেন না বাবা রাজ বব্বরকে।
আরও পড়ুন:
এই প্রথম নয়, এর আগে ২০১৯ সালে দীর্ঘ দিনের বান্ধবী সানিয়া সাগরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন প্রতীক। সানিয়া বহুজন সমাজ পার্টির নেতা পবন সাগরের মেয়ে। অতীতের তিক্ততা ভুলে ছেলের বিয়েতে যোগ দেন রাজ বব্বর, সৎভাই আর্য এবং তাঁদের গোটা পরিবার। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও তাঁদের বিয়ের অনুষ্ঠানে হাজির হন। কিন্তু ২০২০ সালের শুরুর দিকে সানিয়া ও প্রতীকের দাম্পত্যে চিড় ধরে। তার পর বিচ্ছেদ। তার বছরখানেকের মাথায় প্রিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। এ বার প্রিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন প্রতীক। কিন্তু নিজের বিয়েতে শামিল করলেন না পরিবারকে। এই প্রসঙ্গে সৎভাই আর্য বলেন, ‘‘কেউ নিশ্চয়ই ওর মাথাটা খাচ্ছে। ও পরিবারের কারও সঙ্গে যোগাযোগ রাখতেই চায় না। তবে ও মানুষ হিসাবে তেমন না, কেউ ওকে চালনা করছে।’’

প্রিয়া ও প্রতীকের বিয়ে সম্পন্ন। ছবি-সংগৃহীত।
তেলুগু ছবি ‘কিস’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন প্রিয়া। বলিউডে পা রাখেন ২০১৫ সালে। এ ছাড়াও ‘হমে তুমসে পেয়ার কিতনা’ (২০১৯) এবং ‘ভানওয়ার’ (২০২০)-র মতো বেশ কিছু ছবিতে দেখা গিয়েছে তাঁকে।