২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের গলায় ফাঁস লাগানো মৃতদেহ। এর পর নেটাগরিকদের তোপের মুখে সবচেয়ে বেশি যাঁকে পড়তে হয়েছিল, তিনি মহেশ ভট্ট। সুশান্তকে অন্যায় ভাবে ছবি থেকে বাদ দেওয়া থেকে শুরু করে ‘মানসিক ভাবে অসুস্থ’ আখ্যা দেওয়া— তাঁর বিরুদ্ধে উঠেছিল একগুচ্ছ অভিযোগ। এমনকি রিয়া এবং সুশান্তের বিচ্ছেদের জন্যও দায়ী করা হয়েছিল মহেশকেই। সুশান্তের মৃত্যুর পর পুলিশি জেরার মুখে পড়তে হয় বর্ষীয়ান পরিচালককে। এ বার সুশান্তের মামলা বন্ধ হতেই মুখ খুললেন মহেশ-কন্যা পূজা ভট্ট।
আরও পড়ুন:
পূজা রিয়ার জন্য খুশি। আবার একই সঙ্গে নাকি খোঁচা দিলেন অক্ষয় কুমারকে! এমনটাই জল্পনা নেটপাড়ায়। অক্ষয়ের পাঁচ বছর আগে করা টুইটকে পোস্ট করেন পূজা। সেখানে অক্ষয় লিখেছেন, ‘‘সত্য সামনে আসবে।’’ সেটি পুনরায় পোস্ট করে পূজা লেখেন, ‘‘সিবিআই নিশ্চিত করেছেন আত্মহত্যার কারণে মৃত্যু হয়েছে সুশান্তের। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। রিয়া চক্রবর্তী ‘ক্লিন চিট’ পেয়েছেন। আশা করছি সত্যিটা প্রকাশ্যে এসেছে।’’ প্রশ্ন উঠছে পূজা হঠাৎ অক্ষয়ের পাঁচ বছর পুরনো পোস্ট কেন সামনে এনে সমর্থন দিলেন। তবে কি ইন্ডাস্ট্রির অন্দরের সমীকরণই প্রকাশ্যে চলে এসেছে!
এ দিকে সুশান্তের আপ্তসহায়ক দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু মামলায় নতুন করে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আবেদন হাই কোর্টে করেছেন দিশার বাবা সতীশ সালিয়ান। উঠে এসেছে তৎকালীন মন্ত্রী ও বর্তমান বিধায়ক আদিত্য ঠাকরের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদনও।