সুভাষের চরিত্রে প্রসেনজিৎ
মুক্তির আগেই একের পর এক বিতর্ক তাড়া করছে ‘গুমনামি’-কে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি যাতে মুক্তি না পায়তার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন ফরওয়ার্ড ব্লক নেতা দেবব্রত রায়।এর আগে গত মাসেই মামলাকারী ফরওয়ার্ড ব্লকের এই নেতা ছবির প্রযোজক এবং পরিচালককে আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়েছিলেন।
শুক্রবার প্রধান বিচারপতির এজলাসে ওই মামলা ওঠে। মামলাকারীর আইনজীবী প্রদীপ রায় আদালতকে জানিয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান নিয়ে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে। মুখার্জি কমিশনও কোথাও বলেনি যে গুমনামি বাবাই নেতাজি।
প্রদীপবাবুর আবেদন, নেতাজির সঙ্গে ভারতের কোটি কোটি মানুষের আবেগ জড়িয়ে রয়েছে। ভারত সরকারও কোনও প্রমাণ দিতে পারেনি যে গুমনামি বাবাই নেতাজি। গুমনামি বাবার কোনও ছবিও প্রকাশ করেনি সরকার। সেই পরিস্থিতিতে পরিচালক বা অভিনেতা কী ভাবে নিশ্চিত কোনও তথ্য না থাকা সত্ত্বেওএ বিষয়ে ছবি বানালেন বা অভিনয় করলেন? মামলাকারীর দাবি, এই ছবি তথ্য বিকৃত করছে। তাই ওই ছবি যাতে মুক্তি না পায় তা দেখুক আদালত।
আরও পড়ুন-জি বাংলায় এবার দুর্গার ভূমিকায় কে জানেন? দিতিপ্রিয়াকে কি দেখা যাবে এই বারও?
আরও পড়ুন- বিচ লুকে উষ্ণতা বাড়াচ্ছেন বিরুষ্কা, মুগ্ধ নেটিজেনরা...
প্রধান বিচারপতি এ দিন ওই আবেদনের ভিত্তিতে আগামী শুক্রবার, ২০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করেছেন। এর আগে গত মাসের আইনি চিঠিতেও দেবব্রতবাবু ওই একই অভিযোগ তুলেছিলেন। এ দিন সৃজিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি এবং বুম্বাদা ছাড়াও রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সেন্সর বোর্ডের কর্ণধার প্রসূন যোশী, মুখার্জি কমিশনের প্রধান বিচারক মনোজ মুখোপাধ্যায়,সবার বিরুদ্ধেই মামলা দায়ের করেছেনওই ব্যক্তি। মনোজ মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও যদি কেউ মামলা দায়ের করতে পারেন সে ক্ষেত্রে আমার আর কিছু বলার থাকে না। আইনের উপর আস্থা রয়েছে। দেখা যাক কী হয়।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy