প্রয়োজকের ভূমিকায় দেখা যাবে অনুরাগ কাশ্যপকে।
কাশ্মীর মানে চারিদিকে বরফে ঢাকা পাহাড়, বর্ণময় ফুলের সমারোহ। প্রকৃতি যেন দু’হাত ভরে সাজিয়েছে ভূস্বর্গকে। সেই ভূস্বর্গেরই শেষ হিন্দু সম্রাজ্ঞী ছিলেন কোটারানি। তাঁর গল্পটা অনেকেরই অজানা। এবার কোটারানির অজানা গল্প আসছে বড় পর্দায়। ‘রিলায়্যান্স এন্টারটেনমেন্ট’ এবং মধু মান্তেনা, অনুরাগ কাশ্যপের প্রযোজক সংস্থা ‘ফ্যান্টম ফিল্মস’-এর যুগ্ম প্রযোজনায় প্রযোজিত হবে ওই ছবি। মঙ্গলবার টুইটার হ্যান্ডল থেকে সে কথাই জানিয়েছে ‘ফ্যান্টম ফিল্মস’।
ছবি প্রসঙ্গে সহ প্রযোজক মধুর বক্তব্য, “ভাবতে খুব অবাক লাগে আমরা ভারতীয়রা অনেকেই কোটারানির মতো ব্যক্তিত্ব সম্পর্কে কিছুই জানি না। তাঁকে যদি ক্লিওপেট্রার সঙ্গেও তুলনা করা হয় তবে খুব একটা বাড়াবাড়ি হবে না। কোটারানির জীবন বিভিন্ন সময় নানা নাটকীয় মোড় নিয়েছে। তাঁর সম্পর্কে না জানাটা লজ্জার।” যদিও ছবিটির পরিচালক কে হতে চলেছেন অথবা মুখ্য ভূমিকায় কারা রয়েছেন সে সম্পর্কে আপাতত কোনও তথ্য দেয়নি প্রযোজক সংস্থা দু’টি।
Here is perhaps the most relevant story today that you need to know.. @RelianceEnt & #Phantom are proud to announce a film on the last Hindu queen of Kashmir, #KotaRani.@Shibasishsarkar @madmantena
— Phantom Films (@FuhSePhantom) August 27, 2019
চতুর্দশ শতকে কাশ্মীরে দায়িত্ব পান ‘ভূস্বর্গের ক্লিওপেট্রা’। অসম্ভব বিচক্ষণ ওই মহীয়সী কাশ্মীরে অনেক রক্তপাত নিজের তুখোড় উপস্থিত বুদ্ধিতে রুখে দিয়েছিলেন বলে জানা যায়। ঐতিহাসিক জোনারাজা-র মতে আত্মহত্যা করেছিলেন কোটারানি।
আরও পড়ুন- ‘আমার লাইফলাইন’! কার ছবি পোস্ট করে এ কথা লিখলেন মিমি?
আরও পড়ুন- নেতাজির মৃত্যু আজও রহস্য থেকে গেল রাজনৈতিক সমীকরণে: সৃজিত
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy