কেআরকের কথায় অধৈর্য হয়ে পড়েছিলেন দর্শক। ট্রেলার মুক্তির নামগন্ধ নেই দেখে শাহরুখ অনুরাগীরা নিজেরাই বানিয়ে ফেলেছিলেন ছবির ট্রেলার। ফাইল চিত্র
সেন্সর বোর্ডের তরফে ‘পাঠান’কে মেরামত করার নির্দেশ এসেছে। বেশ কিছু সংলাপও পরিবেশনের অযোগ্য বলে মনে করছেন বোর্ডের কর্তারা। সব মিলিয়ে প্রায় দশটি দৃশ্য-সহ অজস্র সংলাপ পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। তবে যা নিয়ে বিতর্কের সূত্রপাত, দীপিকা পাড়ুকোনের সেই গেরুয়া বিকিনিও কি বাদ পড়তে চলেছে?
সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) একটি বড় তালিকা পেশ করেছে। কী কী পরিবর্তন করতে হবে ‘পাঠান’-এর, তা সেখানেই স্পষ্ট করে দেওয়া আছে। সংলাপে এবং দৃশ্যে শালীনতার মাত্রা বাড়িয়ে আনা যার প্রথম শর্ত। ‘‘লংদে লুল্লে’’ থেকে ‘‘টুটে ফুটে’’, ‘‘মিসেস ভারতমাতা’’র জায়গায় ‘‘হামারি ভারতমাতা’’— এমন কিছু বদল আসতে চলেছে। তবে কোথাও বলা নেই নায়িকার বিকিনি বদলাতে হবে কিংবা বিকিনির রং। সব কিছু ঠিক থাকলে শাহরুখ খানের অ্যাকশন ছবিতে দীপিকাকে সেই একই গেরুয়া বিকিনিতে দেখতে পাবেন দর্শক।
যদিও সোমবার স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘‘এটা একেবারে নিশ্চিত খবর, ‘পাঠান’ ছবির নাম বদল হচ্ছে। গেরুয়া বিকিনিও আর থাকছে না। নির্মাতারা শেষমেশ ছবির মুক্তির তারিখ বদলে ফেলছেন। মঙ্গলবার অথবা বুধবার এই সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা করবেন তাঁরা।’’
বাস্তবে মিলল না কমলের উবাচ। সেন্সর বোর্ড ‘পাঠান’-এ কাঁচি চালাতে বললেও বিকিনি থাকছে। ছবির নামও অপরিবর্তিত থাকছে। যদিও কেআরকের কথায় অধৈর্য হয়ে পড়েছিলেন দর্শক। ট্রেলার মুক্তির নামগন্ধ নেই দেখে শাহরুখ অনুরাগীরা নিজেরাই বানিয়ে ফেলেছিলেন ছবির ট্রেলার। পোস্ট করেছিলেন ফ্যান পেজে। খবর রটে গিয়েছিল, ‘পাঠান’-এর ট্রেলার ফাঁস হয়ে গিয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে বুধবার।
প্রসঙ্গত, এই ঘটনার পরই জানা গিয়েছে ১০ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘পাঠান’-এর ট্রেলার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy