Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Parineeti Chopra

কেন ‘যব উই মেট’-র গীত চরিত্রটি অভিনয় করে ভিডিয়ো বানাতে হয়েছিল পরিণীতিকে?

২০১১ সালে ‘বিগ ব্রেক’ পেয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়ার তুতো বোন পরিণীতি চোপড়া। ‘লেডিজ ভার্সেস রিকি বেহল’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বলিউডে প্রথম পা।

রণবীর সিংহ ও পরিণীতি চোপড়া।

রণবীর সিংহ ও পরিণীতি চোপড়া।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৩:৫৬
Share: Save:

যশ রাজের সঙ্গে কাজ করার সুযোগ আসতেই লাফিয়ে উঠেছিলেন পরিণীতি। ইনস্টাগ্রামে তার প্রতিফলন স্পষ্ট। আজ থেকে ঠিক ৯ বছর আগের সেই মুহূর্তটির স্মৃতিচারণে মগ্ন অভিনেত্রী।

২০১১ সালে ‘বিগ ব্রেক’ পেয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়ার তুতো বোন পরিণীতি চোপড়া। ‘লেডিজ ভার্সেস রিকি বেহল’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে বলিউডে প্রথম পা।

যশ রাজ ফিল্মসে এগজিকিউটিভ পদে কাজ করতেন পরিণীতি। কিন্তু ধীরে ধীরে উপলব্ধি করলেন যে তিনি অভিনয় করতে ভালবাসেন। যশ রাজ ফিল্মস ছেড়ে অ্যাক্টিং স্কুলে ভর্তি হওয়ার কথাও ভাবেন। কিন্তু পরিচালক মণীশ শর্মা তাঁকে পরামর্শ দেন তিনি যেন যশ রাজ ছেড়ে না যান। বরং একটি অডিশন ভিডিয়ো তৈরি করে আদিত্য চোপড়াকে দেখাতে বলেন। ‘যব উই মেট’-র গীত চরিত্রটি অভিনয় করে একটি ভিডিয়ো বানান পরিণীতি। খুব পছন্দ হয় আদিত্যর। তার পরেই ‘বিগ ব্রেক’।

A post shared by Parineeti Chopra (@parineetichopra)

২০১১ সালে ‘লেডিজ ভার্সেস রিকি বেহল’-এ অভিনয় করার সুযোগ আসার পরেই উত্তেজিত হয়ে তিনি দু’টি পোস্ট করে করেছিলেন ইনস্টায়। প্রথমটি ছিল, ‘গাইজ!! সবথেকে বড় খবর!! নতুন প্রতিভা হিসেবে আমাকে ল়ঞ্চ করছে যশ রাজ ফিল্মস। আমার সঙ্গে ৩টি ছবির চুক্তিও হয়েছে।’

আরও পড়ুন: গৌরবের গালে দেবলীনার আদর, গায়ে হলুদে চুমুর ছবি প্রকাশ্যে

দ্বিতীয়টি, ‘আমার প্রথম ছবি, রণবীর সিংহ ও অনুষ্কা শর্মার সঙ্গে। মণীশ শর্মা পরিচালিত লেডিজ ভার্সেস রিকি বেহল’।

বলিউডে ৯ বছরের যাত্রা। বুধবার সেই পুরনো পোস্টগুলি শেয়ার করলেন পরিণীতা। ক্যাপশনে লিখলেন, ‘যে ভাবে শুরু হয়েছিল। ৯ বছর… ধন্যবাদ।’ ওই সময়ের রোমাঞ্চের কথা মনে করে নস্টালজিক হয়ে পড়েছেন অভিনেত্রী।

আরও পড়ুন: ট্রোলের উত্তর কী ভাবে দিতে হয়, উদাহরণ দিলেন বরুণ ধবন

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE