পরিণীতি চোপড়া।
চেয়েছিলেন করোনাভাইরাস নিয়ে ফ্যানেদের সাবধান করতে। তা করতে গিয়ে উল্টে ট্রোলডই হয়ে গেলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। একটি টুইটার পোস্টেই রাতারাতি নেটাগরিকদের কাছে হয়ে গেলেন হাসির খোরাক!
সোমবার টুইটারে একটি পোস্ট দিয়েছেন পরিণীতি। পোস্টে দেখা যাচ্ছে তাঁরসাদা মাস্কে ঢাকা মুখ। ক্যাজুয়াল শার্ট আর নীল ডেনিমে পরিণীতি ক্যাপশনে লিখেছেন,“স্যাড, কিন্তু বর্তমান পরিস্থিতি এমনটাই।” করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে অনুরাগীদের সতর্ক করতেই ওই পোস্ট করেছিলেন অভিনেত্রী।
গুনে গুনে ঠিক তিনটে ছবি। কখনও ডান দিকে ফিরে আবার কখনও বা সোজাসুজি। আর তাতেই পরিণীতির উপর নেটাগরিকরা গেলেন রেগে। “লোকে করোনাভাইরাসে মারা যাচ্ছে আর তিনি কিনা ‘পোজ’ দিয়ে ফোটোশুট করছেন”, কমেন্ট করে ক্ষোভ উগরে দিলেন নেটাগরিকদের একাংশ। কেউ লিখলেন, “এই অস্থির অবস্থায় ফোটোশুটের কি আদৌ প্রয়োজন ছিল পরিণীতি?” কারও মন্তব্য একটু বেশিই নির্দয়। তাঁকে অসহিষ্ণু এবং করোনাভাইরাসের সঙ্গেও তুলনা করে উড়ে এসেছে ব্যক্তিগত আক্রমণও।
এই পোস্টের জন্যই ট্রোলড হতে হয়েছে পরিণীতিকে
Sad, but I guess this is the situation now. Stay safe guys. 🤍 #Coronavirus #StaySafe pic.twitter.com/NHAgtMj5H0
— Parineeti Chopra (@ParineetiChopra) February 10, 2020
আরও পড়ুন- হাতে মাত্র তিন দিন, নেহা-আদিত্যর বিয়ে নিয়ে বিস্ফোরক উদিত
যদিও ফ্যানেদের একাংশ পাশে দাঁড়িয়েছে তাঁর। একজন লিখেছেন, “যেহেতু তিনি সেলেব, তাই তিনি যা-ই করুন না কেন ট্রোলড হয়ে যান। কী ভুল বলেছেন তিনি?” তবে এখনও পর্যন্ত এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করেননি পরিণীতি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy