Advertisement
২১ নভেম্বর ২০২৪
new Bengali web series

ফিরছে ভাদুড়ি মশাই, ‘পর্ণশবরী’র পর চিরঞ্জিতের নতুন অভিযান নিয়ে কতটা আশাবাদী পরিচালক পরমব্রত?

দর্শকের সামনে ফিরছেন ভাদুড়ি মশাই। প্রকাশ্যে ‘নিকষ ছায়া’ ওয়েব সিরিজ়ের প্রথম ঝলক। সিরিজ়ের দ্বিতীয় সিজ়ন নিয়ে প্রত্যাশা কেমন? জানালেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়।

Parambrata Chatterjee speaks about his new Web series Nikosh Chaya starring Chiranjeet Chakraborty

(বাঁ দিকে) পরমব্রত চট্টোপাধ্যায়। ‘নিকষ ছায়া’ ওয়েব সিরিজ়ের একটি দৃশ্যে চিরঞ্জিৎ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৪ ১৫:২৬
Share: Save:

সম্প্রতি ওয়েব সিরিজ়ের শুটিং শেষ হয়েছে। রবিবার প্রকাশ্যে ভাদুড়ি মশাইয়ের নতুন সিরিজ়ের ঝলক। গত বছর পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘পর্ণশবরীর শাপ’ দর্শক মহলে প্রশংসিত হয়। এখন ভাদুড়ি মশাইয়ের দ্বিতীয় অভিযান মুক্তির অপেক্ষায়। প্রত্যাশা জানালেন পরমব্রত।

এ বার ‘নিকষ ছায়া’ গল্প অবলম্বনে তৈরি হয়েছে দ্বিতীয় পর্ব। ঝলকে রহস্য রোমাঞ্চের স্বাদ রয়েছে। নেপথ্যে পরমব্রতের ভাষ্যপাঠ কৌতূহল তৈরি করেছে। পর্ণশবরীর গল্প যেখানে শেষ হয়, এই গল্প কি তার পর থেকে শুরু হচ্ছে? আনন্দবাজার অনলাইনকে পরমব্রত বললেন, ‘‘প্রথম পর্বে আমরা চরিত্রগুলোকে স্থাপন করেছিলাম। তাদের নিয়েই নতুন গল্প এগোবে। কিন্তু, এটা সরাসরি কোনও সিক্যুয়েল নয়।’’

প্রথম পর্বের শুটিং হয়েছিল পাহাড়ে। সিরিজ়ের ঝলকে একই রকমের স্বাদ পাওয়া গেলেও পরমব্রত জানালেন, এ বার শুটিং হয়েছে কলকাতার আশপাশে। কপালে লাল তিলক, গলায় রুদ্রাক্ষের মালা এবং পরনে লাল বসন— প্রথম পর্বে অধ্যাপক-তন্ত্রসাধক নীরেন ভাদুড়ির চরিত্রে চিরঞ্জিতের লুক দর্শকের পছন্দ হয়েছিল। এ বারেও চিরঞ্জিৎ চমকে দেবেন বলেই আশাবাদী পরমব্রত। বললেন, ‘‘চিরঞ্জিৎদার একটা অদ্ভুত রকমের স্ক্রিন প্রেজ়েন্স রয়েছে। পাশাপাশি, বিভিন্ন বিষয়ে আগ্রহও রয়েছে। সেটা শুটিংয়ের সময়ে খুব সাহায্য করে।’’ চিরঞ্জিতের সহজাত অভিনয়ের ধরনকেই ভাদুড়ি মশাই চরিত্রে ব্যবহার করার চেষ্টা করেন বলে জানালেন পরমব্রত।

Parambrata Chatterjee speaks about his new Web series Nikosh Chaya starring Chiranjeet Chakraborty

‘নিকষ ছায়া’ ওয়েব সিরিজ়ের একটি দৃশ্যে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রথম পর্বে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় চমকে দিয়েছিলেন। এ বার টিজ়ারে তাঁকে কি ‘চমক’ হিসেবেই আড়ালে রাখা হল? পরমব্রতের কথায়, ‘‘এখনই সবটা বলে দিতে চাইছি না। আগের বার ওর চরিত্রটাকে কেন্দ্র করে গল্প এগিয়েছিল। এ বারে সেটা নয়। তবে ও অবশ্যই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছে।’’ পরিচালক জানালেন, আগের বারের তুলনায় এ বার গল্পের প্রেক্ষাপট আরও বড়। তাই সেখানে একাধিক চমক থাকছে। নতুন সিজ়ন নিয়ে পরমব্রত কতটা আশাবাদী? বললেন, ‘‘‘পর্ণশবরীর শাপ’ গল্পটা পাঠক মহলে সমাদৃত। আমরা সেখানে কিছু পরিবর্তন করেছিলাম বলে সিরিজ় মুক্তির পর অনেকেই দোলাচলে ভুগছিলেন। কিন্তু সিরিজ় মুক্তির পর তাঁরাই প্রশংসা করেন। আশা করছি, এ বারেও দর্শকের ভালবাসা পাব।’’

অনিন্দিতা বসু, গৌরব চক্রবর্তী, অর্ণ মুখোপাধ্যায়দের পাশাপাশি সিরিজ়ে নতুন অভিনেতারাও রয়েছেন। থাকছেন দেবপ্রসাদ হালদার, অনুজয় চট্টোপাধ্যায়, রাহুল দেব বসু, দেবপ্রসাদ হালদার প্রমুখ। সিরিজ়টি ভূত চতুদর্শীতে মুক্তি পাবে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy