Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Parnashavarir Shaap 2

উত্তাল সময়ের মধ্যেই ক্যামেরায় চোখ পরমব্রতের, চলছে সিরিজ় ‘পর্ণশবরীর শাপ ২’-এর শুটিং

ঘনিষ্ঠসূত্র মারফত জানা গিয়েছে, কলকাতার নানা জায়গায় দ্রুতগতিতে শুটিং সারছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা। মিছিল-সমাবেশ নয়, মাঝেমধ্যে তাঁর কাজে বিঘ্ন ঘটিয়েছে অঝোর বৃষ্টি।

Image Of Chiranjeet Chakraborty, Parambrata Chatterjee

(বাঁ দিকে) চিরঞ্জিৎ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায় (ডান দিকে)। ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২০
Share: Save:

অস্থির সময়েও ক্যামেরা চলছে। প্রতিবাদ আর পেশাকে সমান্তরাল ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন টলিউডের একাধিক পরিচালক, অভিনেতা, টেকনিশিয়ান। তালিকায় রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। আনন্দবাজার অনলাইনের কাছে খবর, তিনি যেমন আরজি কর-কাণ্ডের প্রতিবাদে পথে নামছেন, তেমনই ক্যামেরার পিছনেও চোখ রাখছেন। তুমুল অস্থিরতার মধ্যেই শুটিং হচ্ছে তাঁর জনপ্রিয় সিরিজ় ‘পর্ণশবরীর শাপ ২’-এর শুটিং। ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, কলকাতার নানা জায়গায় দ্রুতগতিতে শুটিং সারছেন প্রযোজক-পরিচালক-অভিনেতা। মিছিল-সমাবেশ নয়, মাঝেমধ্যে তাঁর কাজে বিঘ্ন ঘটিয়েছে অঝোর বৃষ্টি।

২০২৩-এর নভেম্বরে পরমব্রত তাঁর পরিচালিত সিরিজ়টি হইচই প্ল্যাটফর্মে উপহার দিয়েছিলেন। মুক্তির সঙ্গে সঙ্গে সাড়া ফেলেছিল শৌভিক চক্রবর্তীর গল্প অবলম্বনে তৈরি এই সিরিজ়। ‘পর্ণশবরীর শাপ’ দিয়ে সিরিজ় দুনিয়ায় পা রাখেন বর্ষীয়ান অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি এই সিরিজ়ের মুখ্য আকর্ষণ, অধ্যাপক-তন্ত্রসাধক ‘নীরেন ভাদুড়ি’। সহ-অভিনেতা গৌরব চক্রবর্তী, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, অনিন্দিতা বসু প্রমুখ। খবর, এঁরা সকলেই সিরিজ়ের ফ্র্যাঞ্চাইজ়িতে রয়েছেন। প্রসঙ্গত, শুটিংয়ের ফাঁকেই গৌরব তাঁর অভিনেত্রী স্ত্রী ঋদ্ধিমা ঘোষকে নিয়ে আর্টিস্ট ফোরামের ডাকা প্রতিবাদ সমাবেশে অংশ নিয়েছিলেন।

নতুন সিজ়নে গল্পের প্রেক্ষাপট পাল্টে গিয়েছে। প্রথম গল্পে উত্তরবঙ্গের একটি মেয়ের সঙ্গে ঘটা অন্যায়, তার মৃত্যু, অশরীরী কার্যকলাপ জায়গা করে নিয়েছিল। দ্বিতীয় গল্পের প্রেক্ষাপট শহর কলকাতা। এখানকার একটি মেয়ের জীবন গল্পের কেন্দ্রে। যাকে ঘিরে নীরেন ভাদুড়ি ফের সক্রিয় হবেন। গত ভূত চতুর্দশী আরও ছমছমে পরিচালকের সৌজন্যে। চলতি বছরেও কি একই সময়ে ‘পর্ণশবরীর শাপ ২’ মুক্তি পাবে? প্রযোজনা সংস্থার মুখে কুলুপ। ফোনে পাওয়া যায়নি পরমব্রতকেও। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, প্রথম সিরিজ়ের সাফল্য মনে রেখে এ বারেও হয়তো বছরের শেষেই ফের আসতে চলেছে অতিলৌকিক সিরিজ়ের দ্বিতীয় সিজ়নটি।

অন্য বিষয়গুলি:

Parambrata Chatterjee Gourav Chakraborty surangana bandyopadhyay Chiranjeet Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy