Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Pankaj Tripathi

৩০ লক্ষ অনুগামী, আনন্দে জল খাওয়ালেন ‘মির্জাপুর’-এর কালীন ভাইয়া

সমাজমাধ্যমের অনুগামী সংখ্যায় তিরিশ লক্ষ ছাড়িয়েছে, ‘মির্জাপুর’-এর ‘কালীন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠীর। সেই আনন্দে পার্টি  দিয়েছেন। তবে এমন পার্টি নেটাগরিকরা আগে কখনও করেছেন বলে মনে হয় না।

পঙ্কজ ত্রিপাঠী।

পঙ্কজ ত্রিপাঠী।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ ১৩:০৫
Share: Save:

নিজের দানা, নিজের পানি, তাই দিয়েই মহানন্দে ‘পার্টি’ করলেন নেটাগিরকরা। কোনও ক্ষোভ নেই, বরং এমন কিপটের মতো ‘পরের ভরসায়’ পার্টি দিলেন যিনি, সেই পঙ্কজ ত্রিপাঠীকে ধন্যবাদ দিলেন প্রাণভরে। জানালেন ঢালাও শুভেচ্ছা।

সমাজমাধ্যমের অনুগামী সংখ্যায় তিরিশ লক্ষ ছাড়িয়েছে, ‘মির্জাপুর’-এর ‘কালীন ভাইয়া’ পঙ্কজ ত্রিপাঠীর। সেই আনন্দে এতটাই উৎফুল্ল হয়েছেন অভিনেতা যে অনুরাগীদের পার্টি দিয়েছেন। তবে এমন ভার্চুয়াল পার্টি নেটাগরিকরা আগে কখনও করেছেন বলে মনে হয় না। একটি ভিডিয়ো পোস্ট করে পঙ্কজ ভক্তদের বলেছেন, ‘আমি এই মাত্র জানতে পারলাম ইনস্টাগ্রামে আমার অনুগামী সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়েছে। তাই এই উপলক্ষে আপনাদের অনলাইনে পার্টি দিচ্ছে আমি'।

পার্টি যখন খাওয়া দাওয়া তো থাকবেই। অভিনেতাও সে ব্যাপারে কসুর রাখেননি। খাওয়ার জন্য হাওয়া আর পানের জন্য জল দিয়েছেন তিনি। অনুরাগীদের বলেছেন, ‘আমার তরফে দেওয়া এই পার্টিতে আপনারা এখনই যে যার রান্নাঘরে যাবেন এক গ্লাস জল খাবেন আর পাঁচ বার শ্বাস নেবেন প্রাণভরে'।

A post shared by Pankaj Tripathi (@pankajtripathi)

ভিডিয়োতে শ্বাস কী ভাবে নেবেন, তার সামান্য নমুনাও দেখিয়েছেন পঙ্কজ। তারপর এক গাল হেসে আরও এক বার শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীদের, তাঁর সঙ্গে থাকার জন্য, তাঁকে সঙ্গ দেওয়ার জন্য। অনুরোধ করেছেন, আগামী দিনে আরও বেশি সমর্থনের।

ত্রিপাঠীর ওই ভার্চুয়াল পার্টিতে হাজির ছিলেন অনেকেই। প্রিয় অভিনেতার আনন্দ দেখে খুশি হয়েছেন তাঁরাও। পঙ্কজের উৎসাহ দেখে কেউ লিখেছেন, ‘বাপরে পঙ্কজজি, একটু বেশিই উৎসাহিত দেখাচ্ছে আপনাকে’! চকিতে এসেছে জবাব, ‘কখনও সখনও আমিও একটু এক্সাইটেড হতে পারি’।

পার্টিতে হাজির ছিল একটি আন্তর্জাতিক অনলাইন সিনেমা দেখার প্ল্যাটফর্মও। ‘মির্জাপুর’-এর কালীন ভাইয়ার সংলাপের ঢঙে তারা লেখে, ‘৩০ লক্ষ অনুগামী হয়েছে, সেটা বড় কথা নয়, বড় কথা হল কার অ্যাকাউন্টে এত অনুগামী’! ফের জবাব দিয়েছেন অভিনেতা। ‘ঠিক বলেছ, এই জন্য এত ভালবাসি তোমাদের’।

A post shared by Pankaj Tripathi (@pankajtripathi)

অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন, কৌতুক শিল্পী ডলি সিংহও। এছাড়াও দেশ বিদেশের অনুরাগীদের কাছ থেকে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা।

পঙ্কজকে সম্প্রতিই দেখা গিয়েছে, অনুরাগ বসুর ছবি ‘লুডো’-তে। দিন কয়েক আগে মুক্তি পেয়েছে তাঁর আরেকটি ছবি, ‘কাগজ’। খুব শীঘ্রই মুক্তি পাবে তাঁর ছবি ‘সন্দীপ অউর পিঙ্কি ফারার’ এবং ‘এইট্টিথ্রি’। এ ছাড়াও বেশ কিছু ছবির কাজ রয়েছে অভিনেতার হাতে।

আরও পড়ুন : যৌন অনুষঙ্গেই সম্পর্ক হয় না, স্ত্রীকে প্রতারণা প্রসঙ্গে খোলামেলা মিলিন্দ সোমন

আরও পড়ুন : প্রেমে পড়া বারণ! জাহ্নবী বললেন, তাঁর না বলা কথা বুঝে নিতে হবে

অন্য বিষয়গুলি:

Pankaj Tripathi Virtual Party Bollywood Mirzapur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy