‘পদ্মাবত’-এর একটি দৃশ্যে দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।
দীর্ঘ বিতর্ক পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর বহু প্রতীক্ষিত ছবি ‘পদ্মাবত’। প্রযোজক সংস্থা ভায়াকম এইট্টিনের তরফে জানানো হয়েছে, আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে এই ছবি।
নাম বদল তো বটেই, গানের দৃশ্য বদল-সহ পাঁচটি কাটের পর সেন্সর বোর্ডের কাছ থেকে ইউ/এ সার্টিফিকেট পেয়েছে এই ছবি। জানা গিয়েছে, সেন্সর বোর্ডের প্যানেল ছবিটিতে যে সংশোধনের পরামর্শ দিয়েছিল, সেটা করার পর ফাইনাল প্রিন্ট দেখানো হয়। এর পরেই মিলেছে সার্টিফিকেট। সোমবার এই ঘোষণার পর রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া জানিয়েছেন, রাজ্য সরকার ‘পদ্মাবত’-এর মুক্তিতে অনুমোদন দেবে না। শ্রী রাজপুত করণী সেনা তো আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে।
প্রথমে ছবির নাম ছিল ‘পদ্মাবতী’। গত ৩০ ডিসেম্বর সেন্সর বোর্ড নির্দেশ দিয়েছিল, পাল্টে ফেলতে হবে ছবির নাম। ‘পদ্মাবতী’কে করতে হবে ‘পদ্মাবত’। পাশাপাশি, নির্মাতারা যে ঐতিহাসিক ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি করেননি এবং এই ছবির মাধ্যমে সতীদাহ প্রথা ও জহরব্রতকে গৌরবান্বিত করা হয়নি সেটাও দর্শকদের জানাতে বলা হয়। এ সব শর্ত মেনে নেওয়ার পরেই মুক্তি পেতে চলেছে ‘পদ্মাবত’।
আরও পড়ুন, হিন্দু মুসলমান সবাই জানে, পদ্মিনী শুধুই কল্পনা
শ্রী রাজপুত করণী সেনা অবশ্য এখনও বনশালির এই ছবির মুক্তি আটকে দেওয়ার বিষয়ে বদ্ধপরিকর। গত শুক্রবার এই কট্টরপন্থী সংগঠনের সভাপতি সুখদেব সিংহ গোগামেদি হুঁশিয়ারি দিয়েছেন, ছবিটি মুক্তি পেলে তার যে ফল হবে, সেটার জন্য দায়ী থাকবে সেন্সর বোর্ড ও বিজেপি সরকার।
আরও পড়ুন, ‘পদ্মাবতী’কে সমর্থন করছেন না কঙ্গনা, কারণ?
অন্য দিকে, করণী সেনার সদস্য লোকেন্দ্র সিংহ কালভি বলেন, ‘‘আগামী ২৭ জানুয়ারি রাজপুত কমিউনিটির সদস্যরা চিতোরগড়ে একটি জমায়েতে অংশ নেবেন। সেখানে রানি পদ্মিণীর স্বার্থত্যাগ সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হবে। তাঁর আত্মত্যাগ বৃথা হতে পারে না।’’ তাঁর আহ্বান, ‘‘যাঁরা এই ছবিটি নিষিদ্ধ করার জন্য আমাদের সিদ্ধান্তের সঙ্গে একমত, সকলে ওই দিন চিতোরগড়ে আসতে পারেন।’’
আরও পড়ুন, ‘পদ্মাবত’! খুশি নয় মেবারের পরিবার
ওই একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’। ফলে বক্স অফিসে সঞ্জয়ের ১৫০ কোটি টাকা বাজেটের এই ছবির সঙ্গে ‘প্যাডম্যান’-এর সংঘাত হবে বলেই মনে করছেন সিনে মহলের একটা বড় অংশ।
বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy