Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
Salim Khan Birthday

সেলিমের বুকে মাথা রেখে জন্মদিনের শুভেচ্ছা! সলমনের সঙ্গেই তা হলে ঘর বাঁধছেন ইউলিয়া?

সলমন খানের সঙ্গে তাঁকে নিয়ে চর্চা ছিলই। সেলিম খানের জন্মদিনে অন্তরঙ্গ ছবি দিতেই হবু শ্বশুর-বৌমার সমীকরণ দেখে চোখ কপালে বলিউডের।

সেলিম খানের জন্মদিনের শুভেচ্ছায় ইউলিয়া ভন্তুর।

সেলিম খানের জন্মদিনের শুভেচ্ছায় ইউলিয়া ভন্তুর। ছবি: ইনস্টাগ্রাম।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ১৩:৫৯
Share: Save:

সলমন খান আর তাঁর প্রেমের চর্চা ছিলই। এ বার সেলিম খানের সঙ্গে ইউলিয়া ভন্তুরের সমীকরণ দেখে চক্ষু ছানাবড়া বলিউড এবং সলমন অনুরাগীদের। সদ্য খ্যাতনামী কাহিনি-চিত্রনাট্যকারের জন্মদিন গেল। ৮৯ বছরে পা দিলেন তিনি। বড় ছেলে সলমন থেকে পরিবারের প্রত্যেকে তো বটেই, বলিউডের তাবড় তারকারা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সমাজমাধ্যমে। কিন্তু সকলের নজর কেড়েছে সলমনের চর্চিত প্রেমিকার পোস্ট। যা দেখে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে দর্শকমহলে।

গুঞ্জন, তা হলে কি সলমনেই নোঙর বাঁধছেন রোমানীয় সুন্দরী?

এমন চর্চা শুরু হওয়ার নেপথ্যে যথেষ্ট কারণও রয়েছে। প্রবীণ কাহিনি-চিত্রনাট্যকারকে ইউলিয়ার শুভেচ্ছাবার্তা এবং সমাজমাধ্যমে তাঁর ভাগ করে নেওয়া ছবি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। সেলিমের বুকে তাঁর মাথা। সেলিমও তাঁকে কন্যাস্নেহেই জড়িয়ে রয়েছেন। বিবরণীতে গায়িকা লিখেছেন, “আমার পছন্দের সেরা মানুষদের মধ্যে অন্যতম মানুষটির জন্মদিন। সেলিম খান ভারতকে নিজের ঘর-বাড়ি ভাবতে শিখিয়েছেন। ওঁর কাছে আজীবন কৃতজ্ঞ আমি।” ইউলিয়ার মতে, পরিবারকে এক সুতোয় বেঁধে রাখার উদাহরণ যদি কেউ তৈরি করতে পারেন, সেটা এক এবং একমাত্র সেলিম। বিশেষ দিনে ঈশ্বরের কাছে সেলিমের নীরোগ জীবনের প্রার্থনা জানালেন ইউলিয়া। সেলিম আগামীতে যাতে আরও ভাল ভাল ছবির চিত্রনাট্য লিখতে পারেন সেই শুভেচ্ছাও জানাতে ভোলেননি ছেলের বান্ধবী।

বলিউড জানে, সলমনের প্রেমিকার সঙ্গে অসংখ্য এবং অদ্ভুত ভাবে প্রত্যেকের সঙ্গে ভাল সম্পর্ক তাঁর। ব্যতিক্রম অবশ্যই ঐশ্বর্যা রাই বচ্চন। কিন্তু রোমানীয় সুন্দরী গায়িকার মতো করে কিন্তু কেউ সেলিম খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি! সেই দেখেই অনুরাগীদের দুইয়ে দুইয়ে চার করার চেষ্টা, তা হলে কি সলমন আত্মসমর্পণ করছেন ইউলিয়ার কাছেই? এমন ভাবনার পিছনে অবশ্য আরও কারণ রয়েছে। অভিনেতার জন্মদিনের অনুষ্ঠান হোক বা পরিবারিক জমায়েত, সব জায়গায় সলমনের মা সালমা খানের সঙ্গে দেখা যায় তাঁকে। এ বার সলমনকে নিয়ে নিজের মনের কথা বলে ফেললেন ইউলিয়া! সম্প্রতি দুবাইয়ে বলিউডের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান ইউলিয়া। যদিও সলমনকে দেখা যায়নি। সেই মুহূর্তে সলমনের প্রসঙ্গ উঠতেই ইউলিয়া বলেন, ‘‘আমি ওঁকে কি ভুলতে পারি! আমার মনেই আছেন উনি।’’

অন্য বিষয়গুলি:

Lulia Vantur birthday wish Salman Khan India Love Rumour
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy