নুসরত
‘এসওএস কলকাতা’র শুট শেষ। দিন দুই বিশ্রাম নিয়েই লন্ডনে উড়ে গেলেন সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান। আগামী ছবি ‘স্বস্তিক সংকেত’-এর শুটে।
রবিবার সকালে ফাঁকা বিমানবন্দরে নায়িকার এয়ারপোর্ট লুক ছিল ‘জবরদস্ত’।গাঢ় আসমানি নীলে হলুদ কালো মোটিফের শার্ট, বেলবটম। কাঁধে ম্যাচিং ট্রান্সপারেন্ট হলুদ ব্যাগ। নুসরতের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, গৌরব চক্রবর্তী। এই ছবিই প্রথম নুসরত-গৌরব জুটি উপহার দিতে চলেছে দর্শকদের। রুদ্রাণী ও প্রিয়মের চরিত্রে দেখা যাবে তাঁদের।
শাশ্বত লন্ডনে পৌঁছে গিয়েছেন বেশ কিছুদিন আগেই। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘অনুসন্ধান’-এর শুটে ব্যস্ত তিনি। এরপরেই যোগ দেবেন টিম ‘স্বস্তিক সংকেত’-এর সঙ্গে। পরিচালক জানিয়েছেন, যে টিমে শাশ্বত থাকেন সেই টিম সারাক্ষণই টগবগিয়ে ফোটে। কাজের ফাঁকে সবার সঙ্গেই জমিয়ে আড্ডা দিচ্ছেন তিনি।
আরও পড়ুন: খুলছে সিনেমা হল, থাকছে সংশয়, উদ্বেগও
লন্ডনে যাওয়ার আগে নুসরতও পুজোর বিশেষ শুট সারলেন বন্ধু সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। ঘটনাচক্রে মিমিরও লণ্ডনে উড়ে যাওয়ার কথা চসতি মাসের শেষেই। 'বাজি'র বাকি অংশের শুট করতে। অর্থাৎ বিদেশেও দুই মাথা এক হতে চলেছেন শিগগিরিই।
‘অনুসন্ধান’-এর মতোই সায়ন্তন ঘোষালের অ্যাডভেঞ্চার-থ্রিলারেরও প্রযোজক এসকে মুভিজ।প্রসঙ্গত, এদের ছবি দিয়েই কেরিয়ার শুরু করেছিলেন নুসরত। এর আগে আনন্দবাজার ডিজিটালকে এক সাক্ষাৎকারে নুসরত জানিয়েছিলেন, “একদম আলাদা স্ক্রিপ্ট। এমন চরিত্রে কেউ দেখেনি আমায়। দুয়া করছি সব নিয়ম মেনে, সচেতন হয়ে আমরা যেন সবাই কাজ করে ফিরতে পারি।”
আরও পড়ুন: সুশান্তকে নিয়ে ছবিতে এনসিবি অফিসার শ্রদ্ধার বাবা শক্তি কপূর, ‘সুশান্ত’ কে?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy