সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ। সে জন্যই নাকি দূরত্ব তৈরি হয়েছে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের দাম্পত্যে। বিবাহবিচ্ছেদের পথেই এগোচ্ছেন তারকা দম্পতি, শোনা যাচ্ছে এমনও। যদিও এই বিষয়ে এখনও কোনও বিবৃতি মেলেনি দু’জনের তরফে। ‘দসভি’ ছবিতে অভিনয়ের সময় থেকে নাকি নিমরত কৌরের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অভিষেকের। তার পরেই ধীরে ধীরে ঐশ্বর্যার সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে। নিমরতের কারণেই নাকি বিয়ে ভাঙতে বসেছে অভিষেক-ঐশ্বর্যার। সমাজমাধ্যম জুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে। ক্রমাগত ঐশ্বর্যার সঙ্গে তাঁর তুলনা টানা হচ্ছে। প্রায় মাস দুয়েক ধরেই এই জল্পনা চলছে। অবশেষে এই প্রসঙ্গে নীরবতা ভাঙলেন নিমরত।
আরও পড়ুন:
২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত। সেই সময় অভিষেক ও ঐশ্বর্যার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন সাক্ষাৎকারের সঞ্চালকও। এ কথা শুনে অবাক হয়ে নিমরত বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” অবাক ভঙ্গিতেই নিমরত উত্তর দেন, “অসাধারণ।” পুরনো সেই ভিডিয়ো আচমকাই ছড়িয়ে পড়তে শুরু করে নেটপাড়ায়। অবশেষে মুখ খুললেন নিমরত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি যা খুশি করি, লোকে কথা বলবেই। এ সব গসিপ বন্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার কাজে মনোনিবেশ করেছি।’’