Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Bollywood Diwali Celebration 2024

কারওর দীপাবলি নিরালায়, কেউ রইলেন স্বামীর সঙ্গে, সপরিবার কেমন কাটল তারকাদের আলোর উৎসব?

বলিপাড়ার দীপাবলিতে এ বছর দেখা মিলল না দীপিকা-রণবীর, ভিকি-ক্যাটদের। অন্য তারকাদের কী ভাবে কাটল আলোর উৎসব?

বলি তারকাদের দীপাবলি উদ্‌যাপন।

বলি তারকাদের দীপাবলি উদ্‌যাপন। গ্রাফিক : আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৩:০৫
Share: Save:

বলিপাড়ায় বেশ কিছু দিন ধরেই চলছে দীপাবলি উদ‌্‌যাপন। বলি তারকাদের ঘরে ঘরে হয়েছে প্রি-দিওয়ালি পার্টি। তবে, আলোর উৎসবের এই সময়টায় হাতে কাজে রাখেন না বলি তারকারা। পরিবারের সঙ্গেই কাটান দীপাবলি। যদিও কেউ কেউ আবার একাকিত্ব খুঁজে নিয়েছেন। এ বছর দীপাবলিতে দেখা মেলেনি রণবীর সিংহ-দীপিকা পাড়ুকোনের। চলতি বছরেই মা-বাবা হয়েছেন তাঁরা। অনেকেই ভেবেছিলেন, কন্যার ঝলক দেখাতে পারেন তাঁরা। তবে সে পথে হাঁটেননি যুগল। রণবীর-আলিয়াকে দেখা গিয়েছে এক ঝলক। শাশুড়ি নীতু কপূরের বাড়ি যাওয়ার পথে। এ বছর দেখা মেলেনি ভিকি-ক্যাটেরও। বলিপাড়ার অন্য তারকারা কে কেমন সাজলেন, কী ভাবে উদ্‌যাপন করলেন আলোর উৎসব??

গত কয়েক দিন ধরেই দিল্লিতে রয়েছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। স্বামী রাঘব চড্ডা ও শ্বশুরবাড়ির সকলের সঙ্গে দীপাবলির দিনটা কাটালেন অভিনেত্রী। আলোর উৎসবে অভিনেত্রী সেজেছিলেন সবুজ রঙের আনারকলিতে। সঙ্গে ছিল মানানসই গয়না।

বিয়ের পর দ্বিতীয় দ্বীপাবলি সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর। শোানা যাচ্ছে, দিল্লিতে শ্বশুরবাড়িতে সকলের সঙ্গে আলোর উৎসব কাটালেন সিড-কিয়ারা।

সদ্য নিজেকে ‘সিঙ্গল’ বলে ঘোষণা করেছেন অর্জুন কপূর। মালাইকা অরোরার সঙ্গে প্রেম ভেঙেছে তাঁর। দীপাবলিতে দুই বোন ও বাবার সঙ্গে দেখা গেল অভিনেতাকে।

এ বছরের দীপাবলি অন্য বারের তুলনায় স্পেশ্যাল অভিনেত্রী শ্রদ্ধা কপূরের কাছে। ‘স্ত্রী ২’-এর সাফল্যের সঙ্গে সঙ্গে প্রায় হইহই রব শ্রদ্ধাকে নিয়ে বলিপাড়ায়। যদিও যে কোনও উৎসব বাড়িতেই ঘরোয়া ভাবে উদ্‌যাপন করতে ভালবাসেন অভিনেত্রী। দীপাবলিতে বাবা শক্তি কপূরের সঙ্গে পোষ্যকে সঙ্গে নিয়ে দেখা গেল শ্রদ্ধাকে।

দীপাবলির সন্ধ্যায় বেগনি চুড়িদারে নজরকাড়া রানি মুখোপাধ্যায়। তাঁকে দেখা গেল বাড়ি কালীপুজোয়। কখনও ছোটদের সঙ্গে হইহই করেছেন, কখনও আবার দর্শনার্থীদের আপ্যায়ন করেছেন। যদিও মুখোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয় দেখা যায়নি কাজলকে। তবে, বোন তানিশা হাজিরা দিয়েছেন।

অভিনেত্রী রশ্মিকা মন্দনা বাড়ি থেকেই একগুচ্ছ ছবি দিয়েছেন। সামনে তাঁর 'পুষ্পা ২' ছবির মুক্তি। তার আগে আলোর উৎসবে একেবারে ছিমছাম সাজে দেখা গেল অভিনেত্রীকে। চর্চিত প্রেমিক বিজয় দেবোরাকোণ্ডাকে দেখা গেল তাঁর পরিবারের সঙ্গে।

পর পর বেশ কিছু কাজ সফল হয়েছে অভিনেত্রী অনন্যা পাণ্ডের। দিন কয়েক আগে জন্মদিনও ছিল তাঁর। একই সঙ্গে চলতি বছর আদিত্য রায় কপূরের সঙ্গে প্রেম ভেঙেছে অনন্যার। এ বছর দীপাবলি কাটালেন ছোট্ট বোনপোর সঙ্গে বাড়িতে। লাড্ডু হাতে ছবি দিলেন অভিনেত্রী।

অন্য দিকে দীপাবলি একান্তেই কাটালেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। রাজস্থান থেকে অনুরাগীদের পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তা।চলতি বছর মা হয়েছেন মাসাবা গুপ্ত। স্বামী, মা নীনা গুপ্ত ও অন্যান্যদের নিয়ে সপরিবার ছবি দিয়েছেন মাসাবা।

অন্য বিষয়গুলি:

Bollywood Diwali Celebration Celebrity Diwali Celebration Parineeti Chopra Shraddha Kapoor Samantha Ruth Prabhu Rashmika Mandanna
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy