‘বসন্ত এসে গেছে’... চার পাশে প্রেমের মরসুম। আর ক’দিন বাদেই ‘ভ্যালেন্টাইনস ডে’। ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি— নানা দিনের উদ্যাপন। ৯ ফেব্রুয়ারি ‘চকোলেট ডে’। গত বছর থেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন নীলাঞ্জনা শর্মা। একদা টলিপাড়ার সব থেকে জনপ্রিয় জুটি ছিলেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা। সেই দাম্পত্যেই নাকি ফাটল! পথ আলাদা হয়েছে তাঁদের, শোনা গিয়েছে। এই মুহূর্তে দুই মেয়ে সারা ও জ়ারাকে নিয়ে গুছিয়ে নিয়েছেন নিজের জীবন। যদিও এসেছে ফিসফাস, জীবনে নাকি বসন্ত এসেছে নীলাঞ্জনার। এ বার সেই জল্পনা উস্কে দিলেন নীলাঞ্জনা নিজেই!
আরও পড়ুন:
নিজের সমাজমাধ্যমের পাতায় একটি গোলাপ ও এক বাক্স চকলেটের ছবি দেন নীলাঞ্জনা। ছবিতে বোঝাই যাচ্ছে উপহার পাওয়া দুটোই। স্বাভাবিক ভাবেই এই ছবি দেখে অনেকেই কানাঘুষো শুরু করেছেন। তবে কি নতুন কোনও সম্পর্কে জড়ালেন নিনি চিনির মা?
আনন্দবাজার অনলাইনকে নীলাঞ্জনা জানিয়েছেন, এক ভালবাসার মানুষের কাছ থেকেই চকোলেট ও ফুল উপহার পেয়েছেন। তিনি বলেন, ‘‘এটা এমন একজন পাঠিয়েছেন যিনি আমাকে পছন্দ করেন, আমার দেখভাল করেন।” কে তিনি, প্রাথমিক ভাবে বলতে ইতস্তত করলেই শেষ পর্যন্ত বলেই ফেলেন নীলাঞ্জনা, “তিনি আর কেউ নন, ‘হরগৌরি পাইস হোটেল’-এর অভিনেত্রী তানিয়া রায়। আসলে এই ছবিটা দেওয়ার পর অনেকেই জানতে চেয়েছেন, ‘তবে কি নতুন কোনও প্রেম করছি আমি’! এ বার তাই বলেই ফেললাম।’’