ছবির পোস্টারে রাজকুমার-কঙ্গনা।
‘মেন্টাল হ্যায় কেয়া’। কঙ্গনা রানাওয়াত এবং রাজকুমার রাওয়ের আসন্ন এই ছবির ওই নাম নিয়ে আপত্তি ওঠে বিভিন্ন মহলে। সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরও ছবির নাম নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে নতুন নাম পেল ছবিটি। ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ নাম দিয়ে মুক্তি পাবে ছবিটি।
বালাজি টেলিফিল্মসের মুখপাত্র জানিয়েছেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টির সঙ্গে সংবেদনশীলতা জড়িয়ে রয়েছে। কিন্তু কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য ছিল না। সেন্সর বোর্ডও ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’ নামটিকে ছাড়পত্র দিয়েছে। সব কিছু ঠিক থাকলে ছবিটি মুক্তি পাবে আগামী ২৬ জুলাই।
বৃহস্পতিবার সেন্সর কর্তাদের সঙ্গে মিটিংয়ের পর কঙ্গনা বলেছিলেন, ‘‘নামে একটা ছোট পরিবর্তন হবে। বাকিটা ওদের ভাল লেগেছে। আমরা খুশি।’’
ইন্ডিয়ান সাইক্রিয়াটিক সোসাইটি ‘মেন্টাল হ্যায় কেয়া’ নাম নিয়ে আপত্তি জানায়। কড়া ভাষায় চিঠি লেখে সেন্সর বোর্ডকে। তার সঙ্গেই মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা বেশ কিছু সংগঠন আপত্তি করে। এর পরই ছবির নাম বদলানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন, রাজনীতি, শুটিং… বিয়ের পর নতুন জীবনে কেমন আছেন নুসরত?
DISCLAIMER :D film in no way marginalises d mental health community & d title of our film doesn’t intend 2 disregard any1 sentiments. It is sensitive towards d issue of mental illness. A fictional thriller dat encourages you 2 celebrate Ur uniqueness & embrace Ur individuality. https://t.co/DdCpXHraf7
— Ekta Kapoor (@ektarkapoor) June 18, 2019
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy