(বাঁ দিকে) মিঠুন চক্রবর্তী। শিশুশিল্পী অনুমেঘা কাহালি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
মিষ্টিকে মনে আছে? কয়েক মাস আগে পর্যন্ত মধ্যবিত্ত বাঙালির সন্ধে জমে থাকত ছোট্ট মিষ্টির কীর্তিতে। কারণ, তার সঙ্গেই অনেকটা বড় ‘মিঠাই’-এর মিল খুঁজে পেয়েছিলেন দর্শক। তাই ‘মিঠাই’ সিরিয়ালে সৌমিতৃষা কুণ্ডুর পর তাকে দেখার অপেক্ষাতেই থাকতেন অনুরাগীরা। সেই ছোট্ট মিষ্টির ভূমিকায় অভিনয় করেছিল শিশুশিল্পী অনুমেঘা কাহালি। ‘মিঠাই’ সিরিয়ালের কাজ শেষ হওয়ার পর টিমের প্রত্যেকেই মন দিয়েছেন যে যাঁর কাজে। ইতিমধ্যেই বড় পর্দায় সই করেছেন সৌমিতৃষা। প্রথম বার ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি। পিছিয়ে নেই তাঁর পর্দার মেয়েও। শোনা যাচ্ছে, প্রথম বার বড় পর্দার ছবিতে সই করেছে খুদে মিষ্টি ওরফে অনুমেঘা। শোনা যাচ্ছে, বড় মাপের অভিনেতার সঙ্গেই প্রথম বার বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।
সুমন ঘোষের ‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালা যে মিঠুন চক্রবর্তী, তা ইতিমধ্যেই জেনে ফেলেছেন সবাই। কাবুলিওয়ালার সাজে মিঠুনকে কেমন লাগছে, তা-ও ইতিমধ্যে দেখে ফেলেছেন দর্শক। কিন্তু কাবুলিওয়ালার মিনি কে হচ্ছে? তা নিয়ে তৈরি হয়েছিল কৌতূহল। শোনা যাচ্ছে, কাবুলিওয়ালার মিনি হচ্ছে অনুমেঘা। ইতিমধ্যেই নাকি শুটিং শুরু হয়ে গিয়েছে। এ প্রসঙ্গে যোগাযোগ করা হয় অনুমেঘার মায়ের সঙ্গে। তিনি জানিয়েছেন, এ বিষয়ে এই মুহূর্তে তিনি কিছুই বলতে পারবেন না।
‘কাবুলিওয়ালা’ বললেই মনে ভেসে আসে অভিনেতা ছবি বিশ্বাসের চিত্র। তপন সিংহ পরিচালিত ‘কাবুলিওয়ালা’ ছবিতে কাবুলিওয়ালা ছিলেন ছবি বিশ্বাস এবং ছোট ‘মিনি’র চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুরের দিদি ঐন্দ্রিলা ঠাকুর। ইন্ডাস্ট্রিতে তাঁকে টিঙ্কু নামেই চিনতেন বেশির ভাগ মানুষ। ৬৬ বছর আগে তৈরি ছবিতে কাবুলিওয়ালা-মিনির যে সমীকরণ ছিল, তা কি ২০২৩ সালে ফিরবে? তা দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন সকলে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy