Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Deepika Padukone

দীপিকা কি বড় ক্লান্ত! কী ভাবে দিন কাটাচ্ছেন, কী করেন রবিবার? ইঙ্গিত দিলেন অনুরাগীদের

গত ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংহের জন্ম হয়। তার পর থেকে এক প্রকার ঘরেই ছিলেন দীপিকা। রণবীরও বেশ কিছু দিন বাড়িতে থেকে পালন করেছেন বাবা হওয়ার দায়িত্ব কর্তব্য। গত এক মাস ধরেই দম্পতিকে দেখা যাচ্ছে নানা জায়গায়।

Image of Deepika Padukone

সম্প্রতি দীপিকা পাড়ুুকোনকে দেখা গিয়েছে মার্জার সরণিতে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১০:৫৮
Share: Save:

মেয়ের বয়স সাড়ে চার মাস। এরই মধ্যে ছুটি কাটিয়ে ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে মার্জার সরণিতে, সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে। কিন্তু তার পরই হঠাৎ কী হল তাঁর? কেন অনুরাগীদের ইঙ্গিত দিলেন, তিনি বড় ক্লান্ত!

সাধারণত তারকারা সপ্তাহান্তে একটু হইহুল্লোড় করতেই পছন্দ করেন। তা যেমন নিজেদের বিনোদনের জন্য, তেমনই কাজের পরিসর বাড়ানোর ক্ষেত্রেও জরুরি বলে মনে করেন তাঁরা। কিন্তু আজকাল আর এ সব কিছুই ভাল লাগছে না দীপিকার! তিনি কি আর পার্টি করতে পছন্দ করছেন না?

রবিবার গভীর রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দীপিকা ভাগ করে নিয়েছেন একটি মিম। সেখানে দেখা গিয়েছে একটি ঘরে তিন জন ব্যক্তি শুয়ে রয়েছেন আলাদা আলাদা বিছানায়। সামনে চলছে টিভি। আর প্রত্যেকের পেটের উপর খুলে রাখা একটি করে পিৎজ়ার বাক্স। মিম-এ লেখা রয়েছে, “আমি যখন বলি, আমার পার্টি করা প্রয়োজন, আসলে আমি এটাই বোঝাতে চাই।”

দীপিকা এই মিম ভাগ করে লিখেছেন, “ওরা কী করে জানল আমি কী ভাবে রবিবারগুলো কাটাই?” অর্থাৎ, সন্তান জন্মের পর দীপিকা ঘরকন্নার কাজে এতই ব্যস্ত থাকেন যে রবিবার একটু বিশ্রাম নিতে চান! তাঁর আর বাইরে বেরিয়ে বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতেও ভাল লাগে না? সে উত্তর সরাসরি না দিলেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি।

New mom deepika padukone reveals how she spents her Sundays

এই মিম ইনস্টাগ্রামে ভাগ করেছেন দীপিকা। ছবি: সংগৃহীত।

গত ৮ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহের প্রথম সন্তান দুয়া পাড়ুকোন সিংহের জন্ম হয়। তার পর থেকে এক প্রকার ঘরেই ছিলেন দীপিকা। রণবীরও বেশ কিছু দিন বাড়িতে থেকে পালন করেছেন বাবা হওয়ার দায়িত্ব-কর্তব্য। গত এক মাস ধরেই দম্পতিকে দেখা যাচ্ছে নানা জায়গায়। দু’-একবার দুয়াকেও দেখা গিয়েছে মায়ের কোলে। গত সপ্তাহে দীপিকা ফিরেছেন মার্জার সরণিতে। আগামী ফেব্রুয়ারি মাসে পর্দায় পুনর্মুক্তি পেতে চলেছে রণবীর-দীপিকার ‘পদ্মাবৎ’। গত বছর মুক্তি পেয়েছিল অভিনেত্রী দু’টি ছবি— ‘কল্কি ২৮৯৮’ এবং ‘সিংহম আগেন’। এ বছর দীপিকা ‘কল্কি’র দ্বিতীয় পর্যায়ে কাজ করবেন বলে মনে করা হচ্ছে।

অন্য বিষয়গুলি:

Bollywood Star Motherhood Deepika-Ranveer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy