রাধিকা আপ্টে।
টুইটারে ‘ট্রেন্ডিং’ রাধিকা আপ্টে।
কিন্তু কেন? এই মুহূর্তে কোনও নতুন ছবি বা ওয়েব সিরিজ আসছে রাধিকার? নাকি কোনও বিতর্কে জড়িয়েছেন ‘ওটিটি কুইন’?
কোনওটাই নয়। রাধিকা অভিনীত ‘পার্চড’ ছবির একটি দৃশ্য নতুন করে নেটমাধ্যমে ছড়িয়ে পড়ায় তাঁকে বয়কট করার ডাক দিয়েছেন নেটাগরিকদের একাংশ। লীনা যাদব পরিচালিত এই ছবিতে অভিনেতা আদিল হুসেনের সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছিলেন রাধিকা। সেখানে তাঁর শরীরের উপরের অংশ ছিল অনাবৃত। সেই দৃশ্যের ছবি টুইটারে ভাইরাল হতেই ‘বয়কট রাধিকা আপ্টে’–র ডাক ওঠে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবির এই ধরনের কিছু দৃশ্য 'দেশের সংস্কৃতিকে ধ্বংস করছে' বলে অভিযোগ করেন একাংশের নেটাগরিক। নিজেদের অসন্তোষ প্রকাশ করতে তাই টুইটারে সরাসরি রাধিকাকে আক্রমণ করেন তাঁরা।
WE SHOULD UNITE TO PROTECT OUR CULTURE #BoycottRadhikaApte
— Anil Sharma (@AnilSharma4BJP) August 13, 2021
Their movies are so bad that I can't even put a photo video.
— Its_vikrama_Aditya (@vskutwal7) August 13, 2021
The issue is that they have spread obscenity, boycott them in the interest of the country.#BoycottRadhikaApte pic.twitter.com/cQlW4dGLOy
Bollywood make movies that degrade the Indian culture.#BoycottRadhikaApte
— ऋषि राजपूत (@srishirajIND) August 13, 2021
অজয় দেবগণ প্রযোজিত এই ছবি বাল্যবিবাহ, পণপ্রথা, পুরুষতন্ত্রের মতো একাধিক বিষয়কে সমালোচনা করেছিল। মুক্তির পর থেকেই নানা কারণে বিতর্কে জড়ায় ‘পার্চড’। রাধিকা এবং আদিল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়, সুরভিন চাওলা, ঋদ্ধি সেনের মতো অভিনেতারা।
Say loudly #BoycottRadhikaApte
— Shubham Saxena (@shubhu4NaMo) August 13, 2021
FOR MONEY RADHIKA IS SPOILING CULTURE VIA NUDE SCENES #BoycottRadhikaApte@beingarun28
— Anuj Tyagi (@ANUJTY001) August 13, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy