মাসখানেক আগে নেহা কক্করের মেলবোর্নের অনুষ্ঠান নিয়ে বিস্তর বিতর্ক হয়। প্রায় তিন ঘণ্টা দেরিতে গাইতে ওঠেন। দর্শকদের মধ্যে গায়িকাকে নিয়ে ক্ষোভ তৈরি হয়। অনেকেই বলেন, ‘‘ভারতে ফিরে যান।’’ যদিও মঞ্চে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে নেন গায়িকা।
পরে অবশ্য তিনি জানিয়েছিলেন, অনুষ্ঠানের উদ্যোক্তাদের চূড়ান্ত অব্যবস্থার কারণে এতটা দেরি হয় তাঁর। যদিও এ বার উদ্যোক্তারা দাবি করলেন, দর্শকসংখ্যা কম বলেই দেরিতে মঞ্চে ওঠেন নেহা।
পেস ডি নামের এক উদ্যোক্তা জানান, ‘‘নেহা যখন খোলাখুলিই কথা বলছেন, তা হলে আমরাই বা চুপ থাকি কেন? আমরাও তো ওখানে ছিলাম। আর সবই দেখেছি। আমি আয়োজক প্রীত পাবলা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। ওঁর কাছেই সব জানতে চেয়েছিলাম। উনি খুবই ভাল মানুষ। উনিই বললেন, নেহার পরিষ্কার বক্তব্য ছিল ‘আমি যাব না। মাত্র সাতশো লোক? আরও লোক আসুক, জায়গাটা ভরুক,তবে যাব। না ভরলে যাবই না।’’’
উদ্যোক্তাদের দাবি, সে দিনের অনুষ্ঠান থেকে ফিরে টাকা না দেওয়া, হোটেলের অব্যবস্থার যে দাবি নেহা করেছেন, সবটাই নাকি মিথ্যে।
অন্য এক উদ্যোক্তা বিক্রম সিং রানধওয়া বলছেন, ‘‘দর্শকরা সকলে ছিলেন। তাঁরা চিৎকার করছিলেন। সকলেই ভেবেছিলেন উনি এখনই আসবেন। কিন্তু সাড়ে ৭টার জায়গায় ১০টা বেজে গেলেও তিনি উপস্থিত হননি। আর সেই কারণেই দর্শকরা ক্ষুব্ধ হয়ে পড়েন।’’